বাজারের কলার ছড়িতে পাওয়া গেল সাপ, শরীরে ভিন্ন রঙ দেখে আতঙ্ক

৪ দিন আগে
পিট ভাইপার নামের অত্যন্ত বিষধর একটি সাপ মৌলভীবাজারের শ্রীমঙ্গলের এক বাজার থেকে উদ্ধার করা হয়েছে। বুধবার (৭) রাত আটটায় এটিকে উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল।

তিনি জানান, শ্রীমঙ্গল শহরের এ বাজারে সাধারণত কলা বিক্রি হয়ে থাকে। চাষিরা দূরদূরান্ত থেকে কলা নিয়ে এসে বিক্রির জন্য বাজারে বসেন।

 

বুধবার সন্ধ্যা রাতে আকস্মিকভাবে একজন কলা বিক্রেতার কলার ছড়ির মধ্যে অত্যন্ত বিষধর এ পিট ভাইপার সাপটি কুণ্ডলি পাকিয়ে বসে থাকতে দেখা যায়।

 

সাপের শরীরে ভিন্ন ভিন্ন রঙ দেখে বাজার জুড়ে ভয়-আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাপটি মারতে অনেকে এগিয়ে আসেন। খবর পেয়ে বন্যপ্রাণী ফাউন্ডেশন তা উদ্ধার করে।

 

আরও পড়ুন: মৌলভীবাজারে কৃষকের বন্ধু দুধরাজ সাপ উদ্ধার

 

পিট ভাইপার সাপটি দেখতে গাঢ় সবুজ রঙের। এটির পেটের নিচে হালকা সাদা রঙের টান রয়েছে। পুরো শরীর একটু মোটা হলেও গলা অনেকটা সরু। তবে চেপ্টা মাথা বড় আকারের। লেজের ধূসর রঙ। তবে স্থানীয় ভাবে এটিকে সবুজ বোড়া সাপ বলা হয়ে থাকে।

 

আরও পড়ুন: শোবার ঘরে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার

 

বর্তমানে সাপটি সেবা ফাউন্ডেশনের তত্ত্বাবধানে রয়েছে বলেও জানান তিনি। 
 

]]>
সম্পূর্ণ পড়ুন