গত ১২ ডিসেম্বর ট্রান্সফামার্কেটের প্রকাশিত মূল্যে দেখা যায় লিওনেল মেসির বর্তমান দাম মাত্র ২০ মিলিয়ন ইউরো (বাংলাদেশি মুদ্রায় ২৫০ কোটি ৭০ লাখ টাকা)। গত সেপ্টেম্বরেও ৩৭ বছর বয়সি আর্জেন্টাইন তারকার বাজারমূল্য ছিল ২৫ মিলিয়ন ইউরো। অর্থাৎ দুই মাসের ব্যবধানে তার দাম কমেছে ৫ মিলিয়ন ইউরো। এর আগে জুনে তার মূল্য ছিল ৩০ মিলিয়ন ইউরো।
৫ মাসের ব্যবধানে ইন্টার মায়ামি ফরোয়ার্ডের দাম ১০ মিলিয়ন কমলেও তিনি এখনো রোনালদোর তুলনায় এগিয়ে আছেন। পর্তুগিজ তারকার বর্তমান বাজারমূল্য মাত্র ১২ মিলিয়ন ইউরো (বাংলাদেশি মুদ্রায় ১৫০ কোটি ৪২ লাখ টাকা)। গত জুনে তার মূল্য ছিল ১৫ মিলিয়ন ইউরো।
আরও পড়ুন: প্রত্যাবর্তনের গল্প লিখেও জয়বঞ্চিত রিয়াল, শীর্ষেই থাকল বার্সা
ট্রান্সফারমার্কেটে পা রাখার পর থেকে এত কম মূল্য কখনো ছিল না রোনালদোর। ক্যারিয়ারের শুরুতে ২০০৪ সালের অক্টোবরেও তার মূল্য ছিল ১৮ মিলিয়ন ইউরো। নিজের ফুটবল ক্যারিয়ারে তার সর্বোচ্চ দাম উঠেছিল ২০১৪, ২০১৫ ও ২০১৮ সালে। রিয়াল মাদ্রিদে থাকাকালীন ওই বছরগুলোতে তার বাজার মূল্য ১২০ মিলিয়ন ইউরো পর্যন্ত উঠেছিল।
এখানেও অবশ্য মেসির তুলনায় পিছিয়ে আল নাসরের এ ফরোয়ার্ড। ক্যারিয়ারের শুরুতে মাত্র ৩ মিলিয়ন ইউরো বাজারমূল্য থাকলেও ২০১৮ সালে সর্বোচ্চ ১৮০ মিলিয়ন ইউরো দাম উঠেছিল তার। সে সময় বার্সেলোনায় ছিলেন তিনি।
আরও পড়ুন: বিশ্বকাপের আয়োজক স্বত্ব পাওয়ার পরেও দুশ্চিন্তায় সৌদি আরব
তবে বাজারমূল্য কম হলেও সামনে একটি রেকর্ড অপেক্ষা করছে রোনালদোর জন্য। আর দুই মাস পর তিনি ট্রান্সফার মার্কেটের ইতিহাসে সবচেয়ে দামি ৪০ বছর বয়সি খেলোয়াড়ের রেকর্ড গড়বেন। আগামী ৫ ফেব্রুয়ারি রোনালদোর বয়স ৪০ পূর্ণ হবে।
]]>