বাজারে বাড়ছে আগাম শীতকালীন সবজির সরবরাহ, দাম কেমন?

১ সপ্তাহে আগে
মেহেরপুরের সবজি আড়তে ভরে গেছে নানান জাতের সবজিতে। আগাম শীতকালীন সবজিগুলোর দাম তুলনামূলকভাবে বেশি থাকলেও ক্রমশ কমছে। তবে চলতি বর্ষার কারণে ফসল নষ্ট হওয়ায় বাজারে নিম্নগতি কৃষকদের লোকসান বাড়াবে বলে মনে করছেন তারা। পরিবর্তিত দামের কারণে আড়ত মালিকরাও চিন্তিত। সংশ্লিষ্টরা বলছেন, সবজি বাজারে স্বাভাবিক অবস্থায় ফিরতে আরও কিছুদিন সময় লাগবে।

বাজারে বর্তমানে আগাম শীতকালীন সবজি যেমন শিম, ঝিঙে, টমেটো, পালংশাক, বাঁধাকপি, ফুলকপি সহ বিভিন্ন অসময়ে ফলন হওয়া সবজি পাওয়া যাচ্ছে।

 

খুচরা বাজারে প্রতি কেজি শিম ১২০ টাকা, টমেটো ১০০ টাকা, ফুলকপি ৯০ টাকা, বাঁধাকপি ৮০ টাকা, পালংশাক ৭০ টাকা, ঝিঙে ৫০ টাকা, ঢ্যাঁড়শ ৫০ টাকা, ধনিয়াপাতা ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

 

আড়তগুলো থেকে ব্যবসায়ীরা এই সবজি ১০-২০ টাকা কম মূল্যে কিনছেন। প্রতি কেজি ২০-৩০ টাকা হারে দাম কমেছে; তবে আলু, পেঁয়াজ, আদা, রসুনসহ মসলাজাতীয় ফসলের দাম অপরিবর্তিত রয়েছে।

 

আরও পড়ুন: সবজি কিনতেই পকেট ফাঁকা!

 

আড়ত মালিকরা জানিয়েছেন, প্রতিনিয়ত দামের নিম্নগতি ব্যবসায়ীদের জন্য লোকসান সৃষ্টি করছে। তাদের মতে, সবজির দাম আরও কমতে পারে, তাই বাজার মনিটরিং বাড়ানোর প্রয়োজন রয়েছে।

 

কৃষকরাও বলছেন, টানা বর্ষণের কারণে ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং উৎপাদনে খরচ অন্যান্য বছরের তুলনায় বেশি হয়েছে। সঠিক মূল্য না পেলে তারা বড় লোকসানে পড়বেন।

 

মেহেরপুর কাঁচা বাজার ব্যবসায়ী সংগঠন তহ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হাফিজুল ইসলাম বলেন, বাজারে প্রতিদিন কোটি টাকার বেশি বেচাকেনা হয় এবং বিভিন্ন গ্রাম থেকে ব্যবসায়ীরা সবজি নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে পাঠান।

]]>
সম্পূর্ণ পড়ুন