বাংলাদেশ গ্রুপের খেলা শুরু হবে ৬ আগস্ট উদ্বোধনী দিনেই। প্রথম ম্যাচেই বাংলাদেশের প্রতিপক্ষ লাওস।
৮ আগস্ট পূর্ব তিমুরের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ। বাংলাদেশের মেয়েরা সবচেয়ে কঠিন পরীক্ষায় ১০ আগস্ট। ওই দিন তাদের প্রতিপক্ষ শক্তিশালী দক্ষিণ কোরিয়া।
আরও পড়ুন: শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজে ফিরল বাংলাদেশ
এশিয়ার ৩৩ দেশ ৮ গ্রুপে ভাগ হয়ে খেলবে। ৮ গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা ৩ রানার্সআপ চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। আয়োজক থাইল্যান্ড চূড়ান্ত পর্বে সরাসরি খেলবে।
বর্তমানে বাংলাদেশের মেয়েরা কোচ পিটার বাটলারের অধীনে আবাসিক ক্যাম্পে অনুশীলন করছে। সামনে ব্যস্ত সূচি অপেক্ষা করছে তাদের জন্য। জুনের শেষ সপ্তাহে মিয়ানমারে সিনিয়র এশিয়ান কাপের বাছাইপর্ব খেলবে জাতীয় দল। এরপর ১ থেকে ১১ জুলাই বাংলাদেশেই অনুষ্ঠিত হবে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ।