সোমবার (২১ জুলাই) পারশা তার ফেসবুকে একটি স্ট্যাটাসের মাধ্যমে জানান, উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসায় যেমন সাহায্যের হাত বাড়িয়েছেন অনেকে। ঠিক তেমনি মর্মান্তিক এ ঘটনায় কিছু শ্রেণির মানুষ নিজেদের ফায়দা লুটছেন। যাদের মধ্যে অন্যতম রিকশাচালক-সিএনজি চালকরা।
দুর্ঘটনার দিন পারশা ‘অ্যাবসেন্স’ নামের একটি পেজের পোস্ট নিজের ফেসবুকে শেয়ার করেন। সেখানে কালো রংয়ের ব্যাকগ্রাউন্ডে সাদা অক্ষরে লেখা, উত্তরা-উত্তর মেট্রোর নিচ থেকে মুনসুর আলি মেডিকেল যেতে রিকশাওয়ালারা ৩০-৪০ টাকার রিকশা ভাড়া ১০০ টাকা চাচ্ছে, না হলে যাবে না। মাইলস্টোন থেকে আধুনিক হসপিটাল সিএনজি ভাড়া ১০০০ টাকা। আবার একটা ভিডিওতে দেখলাম একটা শিশুকে কোলে নিয়ে একজন গাড়ির জন্য ঘুরতেসে, প্রাইভেট কার ওয়ালা গাড়িটা থামালোই না।
এ পোস্টের ক্যাপশনে অভিনেত্রী লেখেন,
সাত কোটি সন্তানেরে হে মুগ্ধ জননী, রেখেছো বাঙালি করে মানুষ করোনি।
এ প্রসঙ্গে পারশা সংবাদমাধ্যমে বলেন,
আসলে সমস্যাটা মূলত চরিত্রের। কেউ লুটে লাখ টাকা, কেউ লুটে পাঁচশো! যে যেখানে পারে, সেখানে দাঁত বসিয়ে খাওয়ার প্রবণতা। এটিকে আমি বলবো, সমাজের বিবেকহীনতার নগ্ন উদাহরণ! নৈতিকতা শূন্য মেরুদণ্ডহীন সমাজের অসুস্থ প্রতিচ্ছবি!
আরও পড়ুন: গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ দয়া করে শহরের বাইরে নিয়ে যাবেন: বর্ষা
প্রসঙ্গত, সোমবার (২১ জুলাই) দুপরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের জুনিয়র সেকশনের ভবনে আছড়ে পড়ে। এতে মুহূর্তেই বিকট বিস্ফোরণে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। দুর্ঘটনায় বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামসহ অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে এবং আহতের সংখ্যা ছাড়িয়েছে দেড় শতাধিক।
আরও পড়ুন: সারা দেশে সিনেমা হল বন্ধ রাখার অনুরোধ
]]>