আমেরিকা প্রবাসী আমিনুল ইসলাম মিঠুর পক্ষ থেকে এ চকলেট উপহার দেয়া হয়।
বুধবার (১ অক্টোবর) মিঠুর বাবা অবসরপ্রাপ্ত সেনা অফিসার হামিদুল ইসলাম মন্দিরে মন্দিরে গিয়ে শিশুদের জন্য চকলেটের বাক্স পৌঁছে দেন।
হামিদুল ইসলাম বলেন, মন্দিরে আগত শিশুদের উপহার হিসেবে উদ্যোগটি নেওয়া হয়েছে। তিনি জানান, তার ছেলে সামাজিক ও কল্যাণমূলক কাজে অংশ নিয়ে বাস্তবায়ন করছে।
আরও পড়ুন: বাঘায় ৪১ পূজামণ্ডপে বিএনপি নেতার আর্থিক সহায়তা
বেনুপুর বাউসা ও বাউসা মাঝপাড়া সার্বজনীন দুর্গা মন্দিরের সভাপতি-সম্পাদক সুবোধ কুমার, প্রভাত কুমার ও রঞ্জিত কুমার বলেন, শিশুদের জন্য এটি একটি ইতিবাচক কার্যক্রমের উদাহরণ।
এ সময় উপস্থিত ছিলেন- বিএনপি নেতা ফরিদুল ইসলাম, ওয়ার্ড বিএনপির সেক্রেটারি জাম্বার আলী, আব্দুল হালিম, যুবদলের সাধারণ সম্পাদক মামুন, ছাত্রদলের ফাহিম ও রসুলসহ আরও অনেকে।