বাঘায় পানিবন্দি শতাধিক পরিবারের মাঝে বিএনপির খাদ্যসামগ্রী বিতরণ

৩ সপ্তাহ আগে
রাজশাহীর বাঘায় ভারি বৃষ্টিতে পানিবন্দি শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০ টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত উপজেলার বাজুবাঘা ইউনিয়নের চন্ডিপুর মিঞা পাড়া, ক্ষুদিছয়ঘটি গ্রামের খা পাড়া ও হিজলপল্লী গ্রামে পানিবন্দি শতাধিক পরিবারের মাঝে এসব খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হয়।


বিএনপি নেতা আমেরিকান প্রবাসী আমিনুল ইসলাম মিঠুর পক্ষ থেকে এসব খাদ্যসামগ্রী চাল, ডাল ও মুড়ি বিতরণ করা হয়।


আরও পড়ুন: পরিচ্ছন্ন শহরের খেতাব হারানোর শঙ্কায় রাজশাহী


এ সময় উপস্থিত ছিলেন- অসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা হামিদুল ইসলাম ওরফে হায়দার আলী, বাজুবাঘা ইউনিয়ন বিএনপির ওয়ার্ড সেক্রেটারি জামবার আলী, চন্ডিপুর বাজার মসজিদ কমিটির সাবেক সভাপতি পল্লী চিকিৎসক ছমির উদ্দীন  ও ফরিদ উদ্দীন, অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল হালিম মিঞা, বিএনপির ওয়ার্ড সভাপতি সাবাজ আলী, যুবদলের ওয়ার্ড সভাপতি মামুন হোসেনসহ স্থানীয় লোকজন।

]]>
সম্পূর্ণ পড়ুন