বাগেরহাটে শিশু অপহরণ মামলায় মাদক ব্যবসায়ী গ্রেফতার

৩ সপ্তাহ আগে
বাগেরহাটের মোল্লাহাটে আহম্মদ উল্লাহ রাজ (০৯) নামের এক শিশু অপহরণ মামলায় মহিবুল হাসান (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দিনগত গভীর রাতে নিজ বাড়ি থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়। এর আগে এদিন বিকেলে শিশু আহম্মদ উল্লাহ রাজের বাবা মো. আলাউদ্দিন মোল্লা বাদী হয়ে মহিবুল হাসানের বিরুদ্ধে অপহরণ মামলা করেন।


গ্রেফতার মহিবুল হাসান মোল্লাহাট উপজেলার উদয়পুর গোলারচক গ্রামের খবির উদ্দিন মোল্লার ছেলে। তার বিরুদ্ধে মোল্লাহাট থানায় ৫টি মাদক মামলা রয়েছে। অপহরণের শিকার শিশু আহম্মদ উল্লাহ রাজও একই এলাকার বাসিন্দা।

আরও পড়ুন: পাবনায় মারধর করে ডেপুটি পোস্টমাস্টার জেনারেলকে অপহরণচেষ্টা

ওই শিশুর বাবা আলাউদ্দিন মোল্লা বলেন, ‘গেল ২২ নভেম্বর বিকেলে আমার ছেলে আহম্মদ উল্লাহ রাজ বাড়ির সামনে খেলছিল। আমার স্ত্রী আমাদের বিল্ডিংয়ের ছাদের ওপর থেকে দেখতে পায়, মাদক ব্যবসায়ী মহিবুল হাসান আমাদের বাড়িতে এসেছে। সে ছাদ থেকে নেমে আর আমার ছেলেকে খুঁজে পায়নি। পরে অনেক খোঁজাখুঁজি করেও, আমার ছেলেকে পাইনি। ওইদিনই আমি মোল্লাহাট থানায় একটি সাধারণ ডায়েরি করি। এর এক সপ্তাহ আগেও মহিবুল হাসান আমাদের বাড়িতে এসেছিল এবং আমার ছেলে রাজের ছবি তুলেছে তার মুঠোফোনে।’


তিনি আরও বলেন, ‘মহিবুল হাসানের সাথে দীর্ঘদিন ধরে আমাদের জমিজমাসহ নানা কারণে বিরোধ চলে আসছে। সে অনেকবার আমাকে এবং আমার পরিবারের সদস্যদের মেরে ফেলার হুমকি দিয়েছে। আমার ধারণা মহিবুল হাসান লোকজন নিয়ে আমার ছেলেকে অপহরণ করেছে। আমার ছেলে নিখোঁজ হওয়ার পরে সর্বপ্রথম মহিবুল হাসান তার ফেসবুকে স্ট্যাটাস দেয়। আমি যেকোনো মূল্যে আমার ছেলের সন্ধান চাই।’

আরও পড়ুন: ইউপি চেয়ারম্যানকে অপহরণের ঘটনায় ফুঁসে উঠেছে পটুয়াখালীর বাসিন্দারা

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, নিখোজ শিশুর বাবার দায়েরকৃত মামলায় মহিবুল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে মহিবুল হাসান অপহরণের কথা স্বীকার করেনি। অপহরণ ও অপহৃত শিশুর সন্ধান পেতে জিজ্ঞাসাবাদের জন্য মহিবুল হাসানের রিমান্ড চাওয়া হবে। 

]]>
সম্পূর্ণ পড়ুন