বুধবার (১৪ মে) সকাল থেকে বাগেরহাট-পিরোজপুর সড়কের বাগেরহাটের নওয়াপাড়া মোড় থেকে মহিষপুরা বাসস্ট্যান্ড পর্যন্ত ৪০ কিলোমিটার সড়কে এ উচ্ছেদ অভিযান শুরু করা হয়। প্রথম দিনের অভিযানে ৩ শতাধিক কাঁচা-পাকা স্থাপনা উচ্ছেদ ও গুঁড়িয়ে দেওয়া হয়। নেতৃত্ব দেন সওজ খুলনা জোনের এস্টেট ও আইন কর্মকর্তা সিনিয়র সহকারী সচিব পিযুষ চন্দ্র দে।
এ সময় সওজ বাগেরহাট অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম, পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মকর্তাসহ সওজের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ, জরিমানা আদায়
এস্টেট ও আইন কর্মকর্তা সচিব পিযুষ চন্দ্র দে জানান, উচ্ছেদ অভিযানের আগে সড়কের জায়গার সীমানা নির্ধারণ, মাইকিং করে এবং পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে অবৈধ স্থাপনাকারীদের সতর্ক করা হয়েছে। এর পরেও যারা স্থাপনা সরিয়ে নেননি, তাদের স্থাপনা অপসারণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
সওজ বাগেরহাট অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম জানান, সড়কের অনেক জায়গা দখল করে পৌরসভা দোকান ঘর নির্মান করে বরাদ্ধ দিয়েছে সেগুলো উচ্ছেদ করা হবে। এধরনের ঘটনা পুনরাবৃত্তি না হয় সে ব্যাপারে সচেতন হতে হবে।