বুধবার (৮ অক্টোবর) সকালে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের কচুয়া উপজেলার মোল্লাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আছাদুর রহমান দৈবজ্ঞহাটি বিশেস্বর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের গনিত বিভাগের সহকারী শিক্ষক। নিহত শিক্ষকের বাড়ি সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার সাতবসু গ্রামের বাসিন্দা।
আরও পড়ুন: ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল স্কুলছাত্রের
এক বছর এক মাস আগে এনটিআরসিএর মাধ্যমে এই প্রতিষ্ঠানে তার নিয়োগ হয়। কচুয়া উপজেলার সাইনবোর্ড এলাকায় তিনি স্ত্রী ও দুই সন্তান নিয়ে ভাড়া থাকতেন।
এদিকে, শিক্ষক নিহতের খবরে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে। সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। প্রশাসনের আশ্বাসে তিন ঘণ্টা পর অবরোধ তুলে নেয় শিক্ষার্থী ও এলাকাবাসী। সাড়ে ১১ টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে।
]]>