শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে উপজেলার নলবুনিয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে বাইজীদকে (২০) মাদকসহ আটক করে স্থানীয়রা পুলিশের কাছে সোপর্দ করে। পরে তার বিরুদ্ধে মামলা দিয়ে থানার হাজতে রাখা হয়।
ওসি বলেন, শনিবার সকালে হাজতে থাকা অবস্থায় বাইজীদ টয়লেটে যাওয়ার কথা বললে দায়িত্বে থাকা পুলিশ সদস্য তাকে থানার টয়লেটে নিয়ে যায়। একপর্যায়ে সেখান থেকে বের হয়ে পুলিশ সদস্যকে ধাক্কা মেরে পালিয়ে যায়।
আরও পড়ুন: আধিপত্য বিস্তারের জেরে চার মামলার আসামিকে কুপিয়ে হত্যা
তিনি আরও জানান, পলাতক বাইজীদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।