বাগেরহাটে টাইফয়েডের টিকা পাবে চার লাখের বেশি শিশু

৬ দিন আগে
বাগেরহাটে টাইফয়েডের টিকাদান ক্যাম্পেইন কর্মসূচি শুরু হয়েছে। ৯ মাস থেকে ১৫ বছর বয়সি শিশুদের এই টিকা দেয়া হচ্ছে।

রোববার (১২ অক্টোবর) বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান।  

 

উপকূলীয় এই জেলায় মোট ৪ লাখ ১১ হাজার ৩৮১ জন শিশুকে টিকা দিবে স্বাস্থ্য বিভাগ। স্থায়ী ও অস্থায়ী মিলে মোট এক হাজার ৮৫৮ টিকা কেন্দ্রে এবং দুই হাজার ২২১টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে টিকা দেয়া হচ্ছে। আগামী ৩০ অক্টোবর পর্যন্ত ১৮ কর্মদিবস টিকা দেয়া হবে।

 

আরও পড়ুন: চলছে টাইফয়েড টিকাদান, পাবে ৫ কোটি শিশু

 

উদ্বোধনী অনুষ্ঠানে বাগেরহাটের সিভিল সার্জন ডা. আ. স. মো. মাহবুবুল আলম, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শেখ রিয়াদুজ জামান ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. রিয়াসাত আজিম রাতুলসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

আরও পড়ুন: সিলেটে সাড়ে ৮ লাখ শিশুকে বিনামূল্যে দেয়া হবে টাইফয়েডের টিকা

 

বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান বলেন, টাইফয়েড রোগ প্রতিরোধে সবাইকে এই টিকা গ্রহণ করতে হবে। এই টিকায় কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। নিববন্ধন করে সব শিক্ষার্থীকে এই টিকা গ্রহণের আহ্বান জানাচ্ছি।
 

]]>
সম্পূর্ণ পড়ুন