জন্ম বেলজিয়ামে, চালাতে পারেন বিমান—এবার ডাক পেলেন জিম্বাবুয়ের টেস্ট দলে

৫ ঘন্টা আগে
আন্তুম নাকভি গত জুলাইয়ে ভারতের বিপক্ষে টি-২০ সিরিজের জন্য জিম্বাবুয়ের দলে ডাক পেয়েছিলেন। তখন তার জিম্বাবুয়ের নাগরিকত্ব নিয়ে জটিলতা চলছিল। ২৬ বছর বয়সি ক্রিকেটারের ওই সিরিজে আর খেলা হয়নি। নাগরিকত্ব নিয়ে জটিলতা কাটিয়ে আন্তুম এবার ডাক পেলেন জিম্বাবুয়ের টেস্ট দলে।

হারারেতে আগামী সোমবার জিম্বাবুয়ে একমাত্র টেস্টে আফগানিস্তানের মুখোমুখি হবে। এই ম্যাচের জন্য আজ দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট। দলে সদস্য সংখ্যা ১৬। নাকভিসহ প্রথমবার ডাক পেয়েছেন তিনোতেন্ডা মাপোসা। মিডিয়াস পেস বোলার মাপোসা জাতীয় দলের হয়ে একটি ওয়ানডে ও ১৩টি টি-২০ খেলেছেন।


নাকভির বংশগত শেকড় গাড়া ভারত ও পাকিস্তানে। তার দাদার বাসস্থান ছিল উত্তর প্রদেশে, দাদির পাকিস্তানে। বিয়ের পর তারা একটা সময় বেলজিয়ামে পাড়ি জমান। নাকভির বাবা জুবাইর আমির নাকভির বেড়ে উঠা সেই বেলজিয়ামেই, পেশায় তিনি পাইলট। বাবার মতো নাকভিও চার্টার বিমান চালানোয় দক্ষ। তার বয়স যখন চার, তখন তার বাবা তাকে নিয়ে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান। সেখানেই ক্রিকেট খেলা শুরু করেন তিনি।


আরও পড়ুন: হামলায় ৩ ক্রিকেটার নিহত, পাকিস্তানের বিপক্ষে সিরিজ বর্জন করলো আফগানিস্তান


ডারউইনে খেলার সময় নাকভিকে জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার সলোমন মিরে তার দেশের হয়ে খেলার পরামর্শ দেন। সেই পরামর্শ অনুযায়ী, ২০২৩ সালে জিম্বাবুয়ের ঘরোয়া ক্রিকেটে খেলতে শুরু করেন নাকভি। ওই বছরের জানুয়ারিতে মিড ওয়েস্ট রাইনোসের হয়ে প্রথম শ্রেণি ও অক্টোবরে লিস্ট ‘এ’ ক্রিকেটে অভিষেক হয়। প্রথম শ্রেণির অভিষেকে ১৪০ রানের ইনিংস খেলেন, লিস্ট ‘এ’ অভিষেকে করেন ৪১।


ব্যাটিং অলরাউন্ডার নাকভি এখন পর্যন্ত ১৯টি প্রথম শ্রেণি, ও ২২টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন। প্রথম শ্রেণিতে ৬৭.৭৫ গড়ে ১৬২৬ ও লিস্ট ‘এ’তে ৬১.২৩ স্ট্রাইকরেটে ১২৮৬ রান করেছেন তিনি। দুই ফরম্যাটেই তার সেঞ্চুরি ৬টি করে, হাফসেঞ্চুরি প্রথম শ্রেণিতে ৭টি ও লিস্ট ‘এ’ ক্রিকেটে ৫টি।


জিম্বাবুয়ে স্কোয়াড

ক্রেগ আরভিন (অধিনায়ক), ব্রায়ান বেনেত, তানাকা চিভাঙ্গা, বেন কারেন, ব্রাড ইভান্স, রয় কাইয়া, তানুনুরওয়া মাকোনি, ওয়েলিংটন মাসাকাদজা, তিনোতেন্ডা মাপোসা, ব্লেজিং মুজারাবানি, আন্তুম নাকভি, রিচার্ড এনগারাভা, সিকান্দার রাজা, তাফাদওয়া সিগা, ব্রেন্ডন টেইলর ও নিক ওয়েলচ।

]]>
সম্পূর্ণ পড়ুন