বাগেরহাটে জাতীয় আইন সহায়তা দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা

৩ সপ্তাহ আগে
বাগেরহাটে বর্নাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫ উদযাপিত হয়েছে।

 দিনটি উপলক্ষে সোমবার (২৮ এপ্রিল) সকালে জেলা জজ আদালত চত্বরে বেলুন ও কবুতর উড়িয়ে দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে ‘দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে,কোন চিন্তা নাই’ এই প্রতিপাদ্য নিয়ে আদালত চত্বর থেকে বাদ্য বাজিয়ে একটি শোভাযাত্রা বের করা হয়। খুলনা-বাগেরহাট মহাসড়কের একাংশ ঘুরে শোভাযাত্রাটি পুনরায় আদালত চত্বরে এসে শেষ হয়।


শোভাযাত্রায় জেলা ও দায়রা জজ মো. আশরাফুল আলম ,চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস এম আনিসুর রহমান, জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান, সরকারি কৌসুলী মাহবুব মোর্শেদ লালনসহ বিচার ও নির্বাহী বিভাগের কর্মকর্তারা,জেলা আইনজীবী সমিতির সদস্য, আইনজীবী সহকারি সমিতির সদস্যসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

আরও পড়ুন: শেরপুরে লিগ্যাল এইড দিবস পালিত

আলোচনা সভায় বক্তারা বলেন, দরিদ্র মানুষ তার ন্যায় বিচার থেকে বঞ্চিত হবে না। তাদের সব ধরনের আইনি সহায়তা দিতে সরকার তাদের পাশে আছে। এই বার্তাটা সবার কাছে পৌঁছে দিতে সবাইকে যার যার জায়গা থেকে কাজ করতে হবে। আমরা যদি সেই কাজটা করতে পারি তাহলে দিবসারীরা অংশগ্রহণ করেন।

]]>
সম্পূর্ণ পড়ুন