বাগেরহাটে ইয়াবাসহ ৩ মাদককারবারি আটক

৫ দিন আগে
বাগেরহাটের ফকিরহাট মডেল থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ২০০ পিস ইয়াবা উদ্ধারসহ তিন মাদককারবারিকে আটক করেছে।

মঙ্গলবার (১৩ মে) বিকেলে ফকিরহাটের কাঁটাখালী মোড়স্থ খুলনা-মোংলা মহাসড়কের পাশে জিয়া হোটেলের সামনে মাদক কারবারিদের আটক করে।


পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফরিহাট থানার পুলিশের একটি দল কাঁটাখালী মোড়স্থ খুলনা-মোংলা মহাসড়কের পাশে জিয়া হোটেলের সামনে অভিযান পরিচালনা করেন। 

আরও পড়ুন: গজারিয়ায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার, আটক ৩

অভিযানে খুলনা সদর শেরেবাংলা রোডের মৃত আ. মান্নানের ছেলে মাদককারবারি ইব্রাহিম খলিল (৪০), উপজেলার মূলঘর এলাকার সরদার আজিজুর রহমানের ছেলে এসএম শারাফাত হাসান (৩৭) এবং খুলনা সোনাডাঙ্গা শেরেবাংরা রোড এলাকার মৃত আজগন আলীর ছেলে মো. সাব্বীর আলী (৩২), কে গ্রেপ্তার করে পুলিশ। এসময় তাদের নিকট থেকে মোট ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।


ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক মীর বিষয়টি নিশ্চিত করে বলেন, ইয়াবাসহ গ্রেফতার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা করা হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন