বৃহস্পতিবার (১৯ জুন) দিনব্যাপী দুটি অধিবেশনে গোটাপাড়া ইউনিয়ন পরিষদে এ সম্মেলন হয়।
সকালে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য দেন, জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম, সাবেক সভাপতি এমএ সালাম, যুগ্ম আহ্বায়ক ড. শেখ ফরিদুল ইসলাম, সদস্য সচিব মোজাফফর রহমান আলম, বিএনপি নেতা খান মনিরুল ইসলাম, সৈয়দ নাসির আহমেদ মালেক, বাগেরহাট পৌর বিএনপির সভাপতি শাহেদ আলী রবি প্রমুখ।
দ্বি বার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ইউনিয়ণ বিএনপির নেতৃত্ব নির্বাচনে প্রত্যক্ষ ভোট অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৫টি পদে ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। পদগুলো হচ্ছে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক। দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত বিভিন্ন পর্যায়ের ৪৫৯ জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
আরও পড়ুন: বাগেরহাটে তিন পৌরসভার ১৪ কর্মচারীকে একযোগে বদলি
নির্বাচনে সভাপতি পদে ২৬৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মো. বাশারাত হাওলাদার। তার নিকটতম প্রার্থী শেখ জালাল উদ্দিন পেয়েছেন ১৭২ ভোট। ১৮৬ ভোট পেয়ে সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মোশারেফ হোসেন, তার নিকটতম প্রতিদ্বন্দী পেয়েছেন আরজুল ইসলাম পেয়েছেন ১০৪ ভোট।
১৪১ ভোট পেয়ে সাধারণ সম্পাদক হয়েছেন হাফিজুল খান, তার নিকটতম প্রতিদ্বন্দী শেখ মো. কামাল পেয়েচেন ১২১ ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক ১৬৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন শামীম হোসেন ঈমান, তার নিকটতম প্রতিদ্বন্দী পেয়েছেন কামাল হোসেন পেয়েছেন ১৩৪ ভোট। ১২৭ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন হেমায়েত হোসেন হিমু, তার নিকটতম প্রতিদ্বন্দী জাকির তরফদার পেয়েছেন ১১৭ ভোট।