বুধবার (১৯ মার্চ) দুপুরে থিংকস টু সাপ্লাই ও ফাস্টডেলিভারী দুটি রফতানিকারক প্রতিষ্ঠান ঠাকুরগাঁও ও দিনাজপুর থেকে আলুগুলো সংগ্রহ করে স্থলবন্দরটি দিয়ে ৫টি ট্রাকে নেপালে পাঠায়।
এ নিয়ে এ বন্দর দিয়ে জানুয়ারি থেকে চলতি মার্চ মাস পর্যন্ত কয়েক পর্যায়ে বাংলাদেশ থেকে ১ হাজার ৫৫৪ মেট্রিক টন এস্টারিক্স আলু রফতানি করা হয়েছে নেপালে।
আরও পড়ুন: বাংলাদেশ থেকে আরও ৪২ মে.টন আলু গেল নেপালে
বিষয়টি সময় সংবাদকে নিশ্চিত করেছেন বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের কোয়ারিনটিন ইন্সপেক্টর উজ্জল হোসেন।
তিনি বলেন, কয়েকদিন বিরতি থাকার পর বুধবার দুপুরে ৫টি গাড়িতে আরও ১০৫ মেট্রিক টন আলু নেপালে গেছে। প্রতি গাড়িতে ছিল ২১ মেট্রিক টন আলু। আলুগুলো পরীক্ষা নিরীক্ষা করে ছাড়পত্র দেয়া হয়েছে। এ পর্যন্ত ১৫৫৪ মেট্রিক টন আলু নেপালে গেছে।
এর আগে গত ৯ মার্চ দুপুরে সবশেষ দুইটি বাংলাদেশি ট্রাকে ৪২ মেট্রিক টন আলু রফতানি করা হয়।