বাংলাবান্ধা দিয়ে নেপাল গেল আরও ৩১৫ মেট্রিক টন আলু

১ সপ্তাহে আগে
পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নেপাল গেল আরও ৩১৫ মেট্রিক টন এস্টারিক্স আলু। মঙ্গলবার (৮ এপ্রিল) আলুগুলো রফতানি করে থিংকস টু সাপ্লাই, হুসেন এন্টার প্রাইজ, স্বাধীন এন্টার প্রাইজ ও ক্রসেস অ্যাগ্রো।

এ নিয়ে এ বন্দর দিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে ৮ এপ্রিল পর্যন্ত তিন হাজার ১৫০ মেট্রিক টন আলু নেপালে রফতানি হয়েছে।


বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের কোয়ারিনটিন ইন্সপেক্টর উজ্জল হোসেন বিষয়টি সময় সংবাদকে নিশ্চিত করেছেন।


তিনি জানান, রফতানিকারক চারটি প্রতিষ্ঠান রংপুর, দিনাজপুর, পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার বিভিন্ন এলাকা থেকে আলুগুলো সংগ্রহ করে নেপালে রফতানি করে। এর আগে গত রবিবার ও সোমবার (৬, ৭ এপ্রিল) ২৫০ মেট্রিক টন করে মোট ৫০০ মেট্রিক টন আলু নেপালে যায়।


আরও পড়ুন: বাংলাবান্ধা দিয়ে আরও ২৫২ মেট্রিক টন আলু গেল নেপালে


তিনি আরও জানান, রফতানি করা আলুগুলো বন্দর ইয়ার্ডে প্রবেশ করলে নমুনা সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষার পর দুপুরে নেপালে পাঠানোর জন্য ছাড়পত্র দেয়া হয়।

]]>
সম্পূর্ণ পড়ুন