বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে নরসিংদী, মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলার কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
দেশ ও বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে মন্তব্য করে তারেক রহমান বলেন, ‘বাংলাদেশের সম্পদের দিকে অনেকের লোলুপ দৃষ্টি আছে। সার্বভৌমত্ব রক্ষায় সংগ্রাম চালিয়ে যেতে হবে।’
আরও পড়ুন: মানুষের মাঝে আস্থা তৈরি করতে হবে: তারেক রহমান
‘বিএনপির বিরুদ্ধে, সর্বোপরি এ দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই। দুষ্টু লোকদের দুষ্টামি থেমে নেই। কারণ এই দেশের অর্থ-সম্পদ আর প্রাকৃতিক সম্পদের দিকে অনেকেই লোলুপ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। তাদের উদ্দেশ্য, এই দেশে একটি বিশৃঙ্খলা লাগিয়ে রাখা’, যোগ করেন তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন,
৫ আগস্টের আগে মানুষের দাবি ছিল স্বৈরাচার পতনের। স্বৈরাচার পতনের পর এখন সংগ্রাম রাষ্ট্রকাঠামো মেরামতের। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে হবে।
আরও পড়ুন: লাগামহীন দ্রব্যমূল্যে ‘সংস্কার না সংসার’ প্রশ্ন উঠতে পারে: তারেক রহমান
তিনি বলেন, ‘আমরা স্বৈরাচার থেকে মুক্ত হয়েছি। এখন ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রকাঠামো মেরামত করতে হবে। এটা বাস্তবায়নের জন্য বিএনপির নেতাকর্মীদের জনগণের কাছে যেতে হবে। জনগণকে ৩১ দফা সম্পর্কে জানাতে হবে। নিজেদের প্রস্তুত করতে হবে।’
]]>