তাই স্বাভাবিকভাবে ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে লঙ্কানদের জয়ের জন্য প্রার্থনা করবে লিটনরা। সেটা ভালো করেই জানে দলটি। তাইতো সংবাদ সম্মেলনে দলের অলরাউন্ডার দাসুন শানাকা জানান, বাংলাদেশের সমর্থকরাও আমাদের জয়ের অপেক্ষা করছে। তিনিও আশ্বস্তও করেছেন বাংলাদেশকে।
আবুধাবিতে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। তার আগে সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে শানাকা বলেন, ‘দেখুন, আমাদের জন্য প্রতিটি ম্যাচই বিগ গেম। মাঠে নামি এমন প্রতিটি দিনই গুরুত্বপূর্ণ দিন। হ্যাঁ, বাংলাদেশের সমর্থকরাও আমাদের জয়ের অপেক্ষা করছে। আমরাও আফগানিস্তানকে হারাতে চাই। আফগানিস্তান অনেক ভালো দল। অনেক উঁচু মানের দল। হারাতে পারলে আমাদের জন্য ভালোই হবে।’
আরও পড়ুন: শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচে নিরপেক্ষ বাংলাদেশ, তাকিয়ে আছে ভাগ্যের দিকে
গ্রুপ পর্বের ৩ ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে বর্তমানে টেবিলের দুইয়ে অবস্থান করছে বাংলাদেশ। তবে নেট রান রেটে অনেকটা পিছিয়ে লিটনরা। তাদের নেট রান রেট -০.২৭০। অন্যদিকে ২ ম্যাচে ৪ পয়েন্ট ও ১.৫৪৬ নেট রান রেট নিয়ে সুপার ফোর অনেকটা নিশ্চিত শ্রীলঙ্কার। ২ ম্যাচে ২ পয়েন্ট ও ২.১৫০ নেট রান রেট নিয়ে আশা বাঁচিয়ে রেখেছে আফগানিস্তানও।
শ্রীলঙ্কা-আফগানিস্তান লড়াইয়ে শানাকারা জিতলে কোনো সমীকরণ ছাড়াই লঙ্কানদের সঙ্গে সুপার ফোর নিশ্চিত করবে বাংলাদেশ। কারণ সেক্ষেত্রে আফগানদের তুলনায় পয়েন্ট ব্যবধানে এগিয়ে থাকবে লাল সবুজরা। তবে শ্রীলঙ্কা হারলে প্রসঙ্গ আসবে নেট রান রেটের। কারণ তখন তিন দলেরই পয়েন্ট হবে সমান ৪ করে। সেক্ষেত্রে নেট রান রেটে এগিয়ে থাকা দুদল যাবে সুপার ফোরে। ভালো অবস্থানে থাকায় শেষ ম্যাচে জিতলেই সুপার ফোর নিশ্চিত হয়ে যাবে আফগানিস্তানের। তখন বাংলাদেশকে প্রার্থনা করতে হবে রশিদের বড় জয়ে।
আরও পড়ুন: আফগানদের হারানোর পরদিনই সুখবর পেলো বাংলাদেশ
সেক্ষেত্রে সমীকরণ দাঁড়াবে– আগে ব্যাট করলে আফগানদের জিততে হবে ৬৫ বা তার বেশি ব্যবধানে। আর পরে ব্যাট করলে জয় তুলে নিতে হবে ৫০ বল হাতে রেখেই। কেবল তখনই নেট রান রেটে লঙ্কানদের তুলনায় এগিয়ে যাবে বাংলাদেশ।
]]>