বাংলাদেশের সংবিধান অনুযায়ী নির্বাচন হবে: জয়নুল আবদিন ফারুক

৫ দিন আগে
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, বাংলাদেশের বিদ্যমান সংবিধানের ভিত্তিতে নির্বাচন হবে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে সেনবাগ পৌর এলাকায় বিএনপির ৩১ দফা বাস্তবায়ন উপলক্ষে লিফলেট বিতরণকালে তিনি এ কথা বলেন।


জয়নুল আবদিন ফারুক বলেন, যারা ড. ইউনুসের নির্বাচনে নানা অজুহাতে বলেছেন 'অমুক মার্কা না দিলে' বা 'অমুক পদ্ধতিতে নির্বাচন না হলে বাংলাদেশে কোনো নির্বাচন হতে দিব না' তাদের উদ্দেশে বলতে চাই, প্রায় দশ হাজার মাইল দূর থেকে তারেক রহমানের নেতৃত্বে ছাত্রদল, যুবদল, কৃষকদলসহ যারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলন করেছে, তারা সবাই চায় বাংলাদেশের সংবিধান অনুযায়ী নির্বাচন হোক। আর যারা নির্বাচন চায় না, তারা আসলে ফ্যাসিবাদকে ফিরিয়ে আনতে চাইছে।


বিএনপির পৌর নেতাদের উদ্দেশে তিনি সতর্ক করে বলেন, বাংলাদেশে নব্য ষড়যন্ত্র শুরু হয়েছে। আপনার পৌরসভার মধ্যে যদি কেউ মাটির ব্যবসায় নামে, বিচারের নামে নিরীহ মানুষের টাকা খেয়ে পক্ষপাতমূলক রায় দেয়, তারা যেন বিএনপিতে স্থান না পায়।


আরও পড়ুন: এ সরকারকে এলোমেলো করে দেয়ার জন্য ষড়যন্ত্র শুরু হয়ে গেছে: জয়নাল আবেদীন


সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ আরও উল্লেখ করেন, শেখ হাসিনার সমর্থকরা ইতিমধ্যে গুপ্ত মিছিল শুরু করেছে এবং ফেব্রুয়ারির নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে। তবে তারেক রহমানের নেতৃত্বে বিরোধী আন্দোলনে যুবদল, কৃষকদলসহ সব সহযোগী সংগঠন সক্রিয় আছে এবং তারা জনগণের ভোটাধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে লড়াই করবে।


ফারুক আরও বলেন, আমাদের একেকজনের একেক রকম পছন্দ থাকলেও জাতীয়তাবাদী আদর্শের প্রশ্নে আমরা সবাই এক।

]]>
সম্পূর্ণ পড়ুন