বাংলাদেশের বিপক্ষে এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ম্যাচে মুখোমুখি হওয়ার আগে আজ (৫ জুন) পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী মালদ্বীপের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলেছে সিঙ্গাপুর। ঘরের মাঠে ম্যাচটিতে মালদ্বীপকে ৩-১ গোলে হারিয়েছে দলটি।
ম্যাচের শুরু থেকেই দাপুটে ফুটবল খেলেছে সিঙ্গাপুর। প্রথম ৩২ মিনিটেই আসে ৩ গোল। অনবদ্য পারফর্ম করেছেন ইখসান ফান্দি। সেট পিস থেকে হেডে দুটি গোল করেছেন এই ফুটবলার। প্রথমটা এসেছে কর্নার থেকে। আর পরেরটা ফ্রি-কিক থেকে। দুইবারেই ফান্দির পজিশনিং সেন্স ছিল অনবদ্য।
সেটপিসে বাংলাদেশের দুর্বলতা দেখা গেছে বিভিন্ন সময়ে। শেষ সময়ে সেটপিসে অসংখ্য ম্যাচ হেরেছে বাংলাদেশ। আজকের ম্যাচে ফান্দির পারফরম্যান্স কিছুটা চিন্তার মধ্যে রাখবে বাংলাদেশকে। আজকের ম্যাচে সিঙ্গাপুর দুই উইং ব্যবহার করে মালদ্বীপকে চাপে রেখেছে। তাই বাংলাদেশকে এদিকটাও মাথায় রেখে পরিকল্পনা সাজাতে হবে।
আরও পড়ুন: মোহামেডানকে চ্যাম্পিয়ন করেই ক্লাব চেয়ারম্যানের পদত্যাগ
মাঝমাঠে সিঙ্গাপুরের কিছুটা দুর্বলতার সুযোগ নিয়ে কিছু আক্রমণ করেছে এদিন মালদ্বীপ। কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতার কারণে গোলের দেখা পায়নি দলটি। ম্যাচের একদম শেষদিকে পেনাল্টি থেকে ব্যবধান কমান রিজুভান।
এই জয়ে বাংলাদেশ ম্যাচের আগে কড়া বার্তা দিয়ে রাখল সিঙ্গাপুর। অবশ্য বাংলাদেশও নিজেদের সর্বশেষ প্রীতি ম্যাচে গতকাল (৪ জুন) ভুটানকে ২-০ গোলে হারিয়েছে। আর খেলা হবে বাংলাদেশের ঘরের মাঠে। তাই প্রতিদ্বন্দ্বিতায় যে কমতি থাকবে না, সেটা বলাই যায়।