শনিবার (২ আগস্ট) বিকেলে হাটহাজারীর ফতেহপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি আয়োজিত এক জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
কেন্দ্র ঘোষিত সদস্য ফরম পূরণ ও নবায়ন কর্মসূচি পালন উপলক্ষে হাটহাজারী উপজেলাধীন, ১১নং ফতেহপুর ইউনিয়ন ১২নং চিকনদন্ডি ইউনিয়ন ও ১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড বিএনপি যৌথভাবে এ সমাবেশের আয়োজন করে।
এতে ব্যারিস্টার হেলাল বলেন, ‘একটি গোষ্ঠী নানা অজুহাতে বাংলাদেশকে অস্থিতিশীল করে রাখতে চায়। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের সংবিধানে বিসমিল্লাহির রাহমানির রাহিম সংযুক্ত করার মধ্য দিয়ে সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় বিশ্বাসের মূল্য দিয়েছেন। বাংলাদেশের সব ধর্ম বর্ণ ও সম্প্রদায়ের মানুষ বিএনপির হাতে নিরাপদ। শহীদ জিয়ার নীতি আদর্শ অনুসরণ করে আগামীদিনের তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির স্বর্গে পরিণত হবে।’
আরও পড়ুন: বিএনপিকে টার্গেট করেছে ক্ষমতায় আসতে দেবে না: খোকন
আগামী নির্বাচনে দল-মত ধর্ম বর্ণ নির্বিশেষে জাতীয়তাবাদী দলের প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।
১১নং ফতেহপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ছাত্রনেতা সাইফুল আলমের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ নুর মোহাম্মদ।
ফতেহপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহীদুল্লাহ মিন্টু, চিকনদন্ডি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইশা শফি ও ১নং পাহাড়তলী ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান চৌধুরী মঞ্জুর যৌথ সঞ্চালনায় সমাবেশ বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের চেয়ারম্যান প্রফেসর ড. আল ফোরকান, উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য ও হাটহাজারী পৌরসভা বিএনপির আহ্বায়ক আলহাজ জাকের হোসেন, জেলা বিএনপির সাবেক সদস্য ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সেলিম চেয়ারম্যান, হাটহাজারী উপজেলা উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস উদ্দিন, উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাখাওয়াত হোসেন শিমুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আকবর আলী, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি, শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি, ১নং পাহাড়তলী ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী মোহাম্মদ ইউস, জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জ্বল, উপজেলা যুবদলের আহ্বায়ক ফখরুল হাসান ও সদস্য সচিব নুরুল কবির প্রমুখ।
আরও পড়ুন: জুলাই যোদ্ধারা যখন পক্ষে-বিপক্ষে মারামারি করে আমরা খুব ব্যথিত হই: এ্যানি
সমাবেশ শেষে ব্যারিস্টার মীর হেলাল তিন ইউনিয়নের নেতাদের হাতে আনুষ্ঠানিকভাবে নতুন সদস্য ফরম ও নবায়ন ফরম তুলে দেন। এ সময় তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন স্থানীয় সর্বস্তরের সর্বস্তরের জনগণের মাঝে সদস্য ফরম বিতরণ ও পূরণের মধ্য দিয়ে উক্ত তিন ইউনিয়ন বিএনপি আরও শক্তিশালী হবে।