বাংলাদেশের বিপক্ষে খেলে যে অভিজ্ঞতার কথা তুলে ধরলেন পাকিস্তান কোচ

১ দিন আগে
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় এসেছিল পাকিস্তান ক্রিকেট দল। তবে টাইগারদের কাছে ২-১ ব্যবধানে সিরিজ খুইয়েছে তারা। প্রথম দুই ম্যাচ হারলেও বৃহস্পতিবার (২৪ জুলাই) সিরিজের শেষ ম্যাচে ৭৪ রানের জয় পেয়েছে সফরকারীরা।

মাস দুয়েক আগে লাহোরের গাদ্দাফি সেটডিয়ামে পাকিস্তানের বিপক্ষে ৩-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হেরেছিল বাংলাদেশ। এবার ঢাকায় তাদের বিপক্ষে সিরিজ জিতে প্রতিশোধটা বেশ ভালোভাবেই নিল টাইগাররা। 

 

বাংলাদেশের বিপক্ষে দুই মাসের ব্যবধানে দুটি সিরিজ খেলার পর এ নিয়ে একটি মূল্যায়ন বার্তা প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধান কোচ মাইক হেসন। তিনি জানিয়েছেন, বাংলাদেশের বিপক্ষে ৬টি টি-টোয়েন্টি খেলে কী শিখল তার দল। 

 

আরও পড়ুন: সেঞ্চুরিতে সাঙ্গাকারার পাশে, রানে পন্টিংকে ছাড়িয়ে শচীনের পেছনে রুট

 

গত মে মাসে পাকিস্তান দলের কোচের দায়িত্ব নেন মাইক হেসন। এখন পর্যন্ত এ দুটি সিরিজেই দায়িত্ব পালন করেছেন তিনি। শুক্রবার (২৫ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দুই সিরিজ নিয়ে হেসন লিখেছেন, ‘বর্তমানে বিশ্ব র‌্যাঙ্কিংয়ে অষ্টম স্থানে থাকা অবস্থায় আমাদের খেলোয়াড়দের মধ্যে গভীরতা ও প্রতিযোগিতা তৈরি করতে হবে। পাশাপাশি এমন একটি ক্রিকেট স্টাইল খেলতে হবে, যা আমাদের সময়ের সঙ্গে সঙ্গে আরও ধারাবাহিকতা দিতে পারে, বিশেষ করে এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ ইভেন্ট।’ 

 

লাহোরে বাংলাদেশের বিপক্ষে খেলা তিন ম্যাচেই ভালো রান করেছিল পাকিস্তান। প্রথম দুই ম্যাচেই ১০১ রান করে করেছিল তারা। তৃতীয় ম্যাচেও করেছিল ১৯৬ রান। তবে মিরপুরে এসেই যেন দেখতে হলো মুদ্রার উল্টো পিঠ। তিন ম্যাচের রান যথাক্রমে ১১০, ১২৫ ও ১৭৮। 

 

Currently sitting 8th in the world we need to create depth and competition for places as well as play a style of cricket that can give us more consistency over time, especially at key event like Asia Cup and World Cups.

First 6 games on two contrasting pitches gave us key…

— Mike Hesson (@CoachHesson) July 25, 2025

 

দুই দেশের ভিন্ন মাঠে খেলার অভিজ্ঞতা তুলে ধরে হেসন লিখেছেন, ‘প্রথম ৬টি ম্যাচ দুটি ভিন্ন ধরনের পিচে খেলে আমরা মূল্যায়ন বার্তা পেয়েছি। তরুণদের নিয়ে গড়া ব্যাটিং লাইনআপ কম রানের ভেন্যু মিরপুর আমাদের অভিযোজনক্ষমতা (খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা) পরীক্ষা করেছে। শুরুতে আমাদের সংগ্রাম করতে হয়েছে, এরপর ঘুরে দাঁড়িয়েছি এবং অভিজ্ঞতার সঙ্গে শেখার সামর্থ্য দেখিয়েছি।’ 

 

আরও পড়ুন: ওয়েস্ট ইন্ডিজ সফরে পাকিস্তানের টি-টোয়েন্টি দলে ফিরলেন শাহিন

 

তবে পাকিস্তান কোচ বেশি সন্তুষ্ট তার দলের ফিল্ডিংয়ে উন্নতিতে। বিশেষ করে শেষ দুটি টি-টোয়েন্টির কথা তিনি আলাদা করেই উল্লেখ করেছেন। ‘শেষ দুটি ম্যাচে ফিল্ডিংয়ে আমরা অনেক উন্নতি করেছি। আমাদের খেলা এখন আন্তর্জাতিক ফিল্ডিং দলের মতো হয়ে উঠছে।’ 

 

বৃহস্পতিবার বাংলাদেশের বিপক্ষে সিরিজ করার পরদিনই তাদের পরবর্তী ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান দল। জুলাইয়ের শেষ সপ্তাহ থেকে আগস্টের মাঝামাঝি পর্যন্ত ক্যারিবীয়দের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান।

]]>
সম্পূর্ণ পড়ুন