আমদানি-রফতানি বৃদ্ধি ও সরাসরি জাহাজ চলাচল নিয়ে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রীর আশ্বাস

৩ ঘন্টা আগে
পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান দুদেশের মধ্যে আমদানি রফতানি বৃদ্ধি ও সরাসরি জাহাজ চলাচলসহ অন্যান্য স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর আশ্বাস দিয়েছেন।

শুক্রবার (২২ আগস্ট) চট্টগ্রাম বন্দর পরিদর্শনে এসে তিনি এ আশ্বাস দেন।


তিনি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন উপস্থিত ছিলেন।


পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী চট্টগ্রাম বন্দরের সার্বিক অবস্থা বিশেষ করে বন্দরে পরিচালনা পর্ষদ, কনটেইনার ও কার্গো হ্যান্ডলিং, শ্রম ব্যবস্থাপনা, বিদেশি বিনিয়োগ ও অটোমেশনসহ বন্দরের বিভিন্ন উন্নয়নসূচক সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করলে এসব বিষয় তুলে ধরা হয়।


আরও পড়ুন: চলতি বছরই বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট: পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী


তিনি চট্টগ্রাম বন্দরের সার্বিক উন্নতি ও অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন।


তিনি বিদেশি বিনিয়োগের ব্যাপারে উল্লেখ করে জানান, করাচি পোর্ট ট্রাস্টে হাচিসন পোর্ট গ্রুপ একটি কনটেইনার টার্মিনাল এবং সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি পোর্ট একটি বাল্ক টার্মিনাল পরিচালনা করছে। এছাড়াও পোর্ট কাশিমে ডিপি ওয়ার্ল্ড দীর্ঘমেয়াদি চুক্তির ভিত্তিতে একটি টার্মিনাল পরিচালনা করছে।


সভা শেষে পাকিস্তানের প্রতিনিধিদল বন্দরে অপারেশনাল কার্যক্রম পরিদর্শন করেন।

]]>
সম্পূর্ণ পড়ুন