বাংলাদেশের প্রথম ডানহাতি স্পিনার হিসেবে ওয়ানডেতে ৫ উইকেট রিশাদের

৪ সপ্তাহ আগে
জাতীয় দলের জার্সি গায়ে তুলেছেন খুব বেশি দিন হয়নি। তবে এরই মধ্যে নিজের জাত চিনিয়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। শনিবার (১৮ অক্টোবর) ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একাই নিয়েছেন ৫ উইকেট। যা রিশাদের ওয়ানডে ক্যারিয়ারে প্রথমবার। তাছাড়া প্রথম ডানহাতি স্পিনার হিসেবে ওয়ানডেতে বাংলাদেশের হয়ে ফাইফার নিলেন এই লেগি।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে শনিবার (১৮ অক্টোবর) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করে স্বাগতিকরা। এদিনও ব্যাটিং ব্যর্থতায় ইনিংসের ২ বল বাকি থাকতে ২০৭ রানে অলআউট হয়ে যায় টাইগাররা। শেষদিকে রিশাদ হোসেন ১৩ বলে করেন ২৬ রান।

 

বল হাতেও রীতিমতো আলো ছড়িয়েছেন রিশাদ। ৫ উইকেট শিকার করে একাই ধসিয়ে দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনআপ। আর তাতেই দুটি রেকর্ড করেছেন এই লেগি। প্রথম ডানহাতি স্পিনার হিসেবে বাংলাদেশের হয়ে ৫ উইকেট শিকার করেছেন তিনি। তা ছাড়া যে কোনো ফরম্যাটে রিশাদের ক্যারিয়ারে এটিই প্রথম ফাইফার। ১১ ওয়ানডের ক্যারিয়ারে এর আগে সেরা বোলিং ছিল ৩৭ রানে ২ উইকেট শিকার।

 

আরও পড়ুন: ‘সব উপকার ভুলে গেছে’— আফগানিস্তানের সমালোচনায় শহীদ আফ্রিদি 

 

৫০টি টি-টোয়েন্টি খেললেও এখন পর্যন্ত ৩ উইকেটের বেশি পাননি। ফলে আজকের দিনটি রিশাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে নিঃসন্দেহে। 

 

ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের ১২তম ওভারে রিশাদকে আক্রমণে আনেন মিরাজ। শুরুর পাঁচ বলে ২ রান দিয়েছিলেন রিশাদ। এরপর ষষ্ঠ বলে এনে দেন ব্রেক থ্রু। এথানেজকে ফেলেন এলবিডব্লিউর ফাঁদে। আর তাতেই প্রথম উইকেটের দেখা পায় বাংলাদেশ। 

 

আরও পড়ুন:ফিটনেস নিয়ে নির্বাচকদের কথার জবাব মাঠেই দিলেন শামি

 

এরপর ধীরে ধীরে ইনিংস গড়ায় মন দিয়েছিল উইন্ডিজ। দ্বিতীয় উইকেট থেকে উঠে এসেছিল ২৮ রান। এরপর রিশাদের বলে স্লিপে ক্যাচ দেন কেসি কার্টি। 

 

এক প্রান্ত আগলে রেখে একাই রান খেলে যাচ্ছিলেন ব্রেন্ডন কিং। পরের ওভারে তাকেও সাজঘরে ফেরান রিশাদ। উইকেটের পেছনে নুরুল হাসান সোহানকে ক্যাচ দিয়ে ফেরেন কিং। সে ওভারে আরও একটা উইকেট এনে দেন রিশাদ। শেরফান রাদারফোর্ডকেও তিনি ফেরান সাজঘরে। এক ওভার পর রস্টন চেজকেও ফেরান রিশাদ।

 

]]>
সম্পূর্ণ পড়ুন