বাংলাদেশের পেস বোলিং কোচ হওয়ার পথে উমর গুল

২ সপ্তাহ আগে
আলোচনায় ছিলেন অনেকে। তবে দৌড়ে এগিয়ে রয়েছেন উমর গুল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে আলোচনার বিষয়টি নিজেই জানিয়েছেন পাকিস্তানের সাবেক এ পেসার। তাসকিনদের পেস বোলিং কোচ হতে তিনি অপেক্ষায় আছেন বিসিবির সবুজ সংকেতের।

বাংলাদেশ দলের বর্তমান পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস। তার সঙ্গে চুক্তিটাও ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত। কিন্তু নিউজিল্যান্ডের এ কোচের পারফরম্যান্সে সন্তুষ্ট নয় বোর্ড। যার কারণে চুক্তির মেয়াদ থাকলেও বিদায়ঘণ্টা বাজছে তার। জিম্বাবুয়ের বিপক্ষে এপ্রিলের টেস্ট সিরিজ শেষে তাকে আনুষ্ঠানিক বিদায় জানাতে পারে বোর্ড।

 

তার স্থলাভিষিক্ত খুঁজতে ইতোমধ্যে মাঠে নেমেছে বিসিবি। ইতোমধ্যে উমর গুলের সঙ্গে সাবেক অজি পেসার শন টেইট এবং বাংলাদেশের সাবেক দুই পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড ও ওটিস গিবসনের নামও শোনা গেছে।

 

তবে ক্রিকবাজ যে প্রতিবেদন প্রকাশ করেছে, তাতে দৌড়ে এগিয়ে রয়েছেন উমর গুল-ই। বিসিবির সঙ্গে আলোচনা হচ্ছে জানিয়ে গুল ক্রিকবাজকে বলেন, ‘আমাদের মধ্যে কথা হচ্ছে, কিন্তু কোনো কিছুই এখনো নিশ্চিত নয়। এটা নির্ভর করছে পারস্পরিক বোঝাপড়া, শর্তাবলী এবং অবস্থানের উপর। যা নির্ভর করছে (বিসিবি) বোর্ডের উপর।’

 

আরও পড়ুন: উন্নত চিকিৎসার জন্য দেশ ছাড়লেন তামিম

 

২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর কোচিং ক্যারিয়ারকে বেছে নেন পাকিস্তানের সাবেক এ পেসার। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) কোয়েটা গ্লাডিয়েটর্সের হয়ে যাত্রা শুরু করেন। এরপর ২০২২ সালে আফগানিস্তান জাতীয় দলের হয়ে পেস বোলিং কোচের দায়িত্ব পান। ২০২৩ সালের মার্চে আফগানিস্তান সিরিজের জন্য পাকিস্তান দলেরও পেস বোলিং কোচ ছিলেন তিনি।

]]>
সম্পূর্ণ পড়ুন