বাংলাদেশের পারফরম্যান্সে মুগ্ধ রাসেল আর্নল্ড

৩ সপ্তাহ আগে
আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি ছিল বাংলাদেশের জন্য নকআউট। হারলেই বাদ পড়ত লিটন কুমার দাসের দল। সেটা অবশ্য হয়নি। আফগানিস্তানকে হারিয়ে টাইগাররা সুপার ফোরের দৌড়ে রয়ে গেল। ১৫৫ রানের লক্ষ্য দিয়ে আফগানদের ১৪৬ রানে আটকে ফেলে বাংলাদেশ। এই পারফরম্যান্সে মুগ্ধ শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার রাসেল আর্নল্ড।

ডু অর ডাই ম্যাচে বাংলাদেশ বড় ঝুঁকিই নিয়েছিল। ৪ পরিবর্তন, আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত। একজন স্বীকৃত বোলার কম থাকার পরেও লিটনের ক্যাপ্টেন্সিতে আফগান বধ সম্ভব হয়েছে।


মুগ্ধ রাসেল গণমাধ্যমকর্মীদের বলেন, ‘বাংলাদেশের জেতাটা দরকার ছিল। তারা কিছু সাহসী পরিবর্তন এনেছে এবং জেতার জন্যই খেলেছে। তাদের প্রথম দুটি ম্যাচের চেয়ে অনেক ভালো খেলেছে। তাই আমি তাদের পারফরম্যান্স দেখে সত্যিই খুশি। ম্যাচে উত্থান-পতন ছিল। তাদের টিকে থাকতে হয়েছে, কিন্তু বাংলাদেশের জন্য অনেক ইতিবাচক দিক ছিল। এখন তারা নিজেদের একটি সুযোগ তৈরি করে দিয়েছে। যদিও তাদের অপেক্ষা করতে হবে, কিন্তু তারা এখনো টিকে আছে।’


আরও পড়ুন: আফগানদের হারানোর পরদিনই সুখবর পেলো বাংলাদেশ


বাংলাদেশের সব ম্যাচ শেষ হয়ে যাওয়ায় সুপার ফোর নির্ভর করছে শ্রীলঙ্কার ওপর। লঙ্কানরা আফগানদের বিপক্ষে জিতলেই সুপার ফোরের টিকিট মিলবে বাংলাদেশের, শ্রীলঙ্কার তো বটেই। আর্নল্ড মনে করেন, লঙ্কানরা বাংলাদেশকে নিয়েই সুপার ফোরে যাবে।


রাসেল বলেন, ‘শ্রীলঙ্কা বাংলাদেশকে নিয়ে ভাববে না। তারা ভাববে তাদের কীভাবে খেলা উচিত, কীভাবে তাদের উন্নতি করা দরকার এবং সেটা মাঠে প্রয়োগ করার চেষ্টা করবে। আশা করি, তারা পরের পর্বে যাওয়ার জন্য যথেষ্ট ভালো খেলবে এবং নিজেদের ভাগ্য নিজেরাই নিয়ন্ত্রণ করবে। আর আশা করি, বাংলাদেশ উপকৃত হবে।’

]]>
সম্পূর্ণ পড়ুন