বুধবার (২৩ এপ্রিল) প্রকাশিত সাউথ এশিয়া ডেভেলপমেন্ট আপডেট প্রতিবেদনে এসব কথা জানিয়েছে সংস্থাটি।
চলতি অর্থবছর শেষে বাংলাদেশের জিডিপি' প্রবৃদ্ধি মাত্র ৩ দশমিক ৩ শতাংশে নেমে আসবে, এমন পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। যা ৪ শতাংশ হবে বলে আগে জানিয়েছিল সংস্থাটি। তবে ২০২৫-২৬ অর্থবছরে অর্থনীতি ঘুরে দাঁড়িয়ে প্রবৃদ্ধি হতে পারে ৪ দশমিক ৯ শতাংশ।
আরও পড়ুন: অবশেষে আলোর মুখ দেখছে বে টার্মিনাল, শিগগিরই বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি
প্রতিবেদনে বিশ্বব্যাংক জানায়, সামাজিক ও রাজনৈতিক সহিংসতায় ব্যবসায়িক কার্যক্রমে ব্যাঘাত হওয়া, উচ্চ মূল্যস্ফীতি, ব্যাংকখাতের অবনতি, রাজনৈতিক অনিশ্চয়তা বাংলাদেশের বিনিয় ৃগ প্রবাহে নেতিবাচক প্রভাব ফেলবে। তবে প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে মধ্যমেয়াদে জিডিপি ধীরে ধীরে বাড়বে।
ব্যাংক খাতের পরিস্থিতি তুলে ধরে বলা হয়, সাম্প্রতিক বছরগুলোতে খেলাপি ঋণের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত বছরের সেপ্টেম্বর পর্যন্ত এই হার ছিল মোট ঋণের ১৭ শতাংশ। মূল্যস্ফীতি প্রসঙ্গে বলা হয়, টাকার অবমূল্যায়ন কমে আসায় এই হার কমে আসতে পারে।
বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তা বেড়ে যাওয়ায় দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধি কমার পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। ২০২৫ সালে কমে দাঁড়াতে পারে ৫ দশমিক ৮ শতাংশ। এমন প্রেক্ষাপটে রাজস্ব সংগ্রহ বাড়ানোই ভবিষ্যতের ঝুঁকি মোকাবিলায় অর্থনীতিকে আরও সহনশীল করতে সহায়ক হতে পারে বলে মত সংস্থাটির।
]]>