গতকাল (৭ এপ্রিল) পাকিস্তানের এক সংবাদমাধ্যমে বিসিবির সঙ্গে যোগাযোগের বিষয়টি জানিয়েছেন গুল। তিনি বলেন, ‘আমাদের মধ্যে যোগাযোগ রয়েছে, কিন্তু এখনও কোনো কিছু নিশ্চিত নয়। আর এই নিশ্চয়তা নির্ভর করছে দু’পক্ষের বোঝাপড়া এবং নীতি-শর্তের ওপর ওপর। একইসঙ্গে এ বিষয়গুলো বোর্ডের (বিসিবি) হাতে রয়েছে।’
২০২৬ সাল পর্যন্ত অ্যাডামসের সঙ্গে চুক্তি রয়েছে বিসিবির। তবে গত এক বছরে তার পারফরম্যান্সে খুব একটা সন্তুষ্ট হতে পারেনি বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। আর সে কারণেই এবার বিকল্পের দিকে হাঁটছে বোর্ডটি। ধারণা করা হচ্ছে, জিম্বাবুয়ে সিরিজ দিয়েই বাংলাদেশ পর্ব শেষ হচ্ছে অ্যাডামসের।
আরও পড়ুন: মার্চের সেরার লড়াইয়ে শ্রেয়াসের প্রতিপক্ষ দুই কিউই তারকা
২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন গুল। ক্রিকেট ছাড়ার পরপরই দ্রুত সময়ের মধ্যেই আসেন কোচিংয়ে। শুরুতে পিএসএল ফ্র্যাঞ্চাইজি কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের কোচিং করান। তবে অল্প সময়েই আন্তর্জাতিক ক্রিকেটে ডাক পড়ে গুলের। আফগানিস্তান জাতীয় দল দিয়ে আন্তর্জাতিক কোচিংয়ে পা রাখার পর নিজ দেশ পাকিস্তানের হয়েও কোচিং করিয়েছেন সাবেক এই ক্রিকেটার।
গুল একাই নয়, বাংলাদেশের বোলিং কোচ হওয়ার দৌড়ে আরও আছেন সাবেক অস্ট্রেলিয়ান পেসার ও সম্প্রতি বিপিএলে চিটাগাং কিংসের দায়িত্ব পালন করা শন টেইট, তাসকিন-মুস্তাফিজদের সাবেক কোচ অ্যালান ডোনাল্ড ও ওটিস গিবসন।
]]>