বাংলাদেশের অর্থনৈতির উন্নতির পরীক্ষিত বন্ধু চীন: ফরিদা আখতার

১ সপ্তাহে আগে
বাংলাদেশের অর্থনৈতিক উন্নতির পরীক্ষিত বন্ধু চীন বলে মন্তব্য করেছেন মৎস ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে চায়না-ঢাকা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি৷

 

উপদেষ্টা ফরিদা আখতার বলেন, অর্থনৈতিক সমৃদ্ধি, তরুণদের দক্ষতা উন্নয়ন ও প্রযুক্তি খাতে দেশটি গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

 

আরও পড়ুন: ভারতে ১২০০ টন ইলিশ পাঠানোর অনুমোদন দেয়া হয়েছে: ফরিদা আখতার

 

বাংলাদেশিদের বিদেশে স্বল্প মূল্যে চিকিৎসা নেয়ার পথ সহজ করে দিয়েছে চীন উল্লেখ করেন মৎস ও প্রাণীসম্পদ উপদেষ্টা।

 

এসময় বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, নানা ক্ষেত্রে চীন-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

 

ব্যবসা-শিল্প, প্রযুক্তিসহ বিভিন্ন খাতে মানুষে-মানুষে গড়ে ওঠা এই যোগাযোগ চীন-বাংলাদেশ সম্পর্ক অন্যান্য উচ্চতায় নিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন চীনা রাষ্ট্রদূত। 

]]>
সম্পূর্ণ পড়ুন