ফ্লোরিডায় আয়োজিত সিরিজের প্রথম ম্যাচটায় পাকিস্তান ১৪ রানে জিতেছিল। দ্বিতীয় টি-টোয়েন্টি জিতে ঘুরে দাঁড়ায় ওয়েস্ট ইন্ডিজ, সেই সঙ্গে তাদের টানা ৬ টি-টোয়েন্টি হারে ছেদ ঘটে। কিন্তু জয়ের ধারাবাহিকতায় থাকতে পারল না তারা। আজ তৃতীয় ম্যাচে প্রতিদ্বন্দ্বিতাই করা হলো না।
লডারহিলে শেষ ওভারে জয়ের জন্য ২৫ রান দরকার ছিল ওয়েস্ট ইন্ডিজের, করতে পারল মাত্র ১৩। তাতে ১৩ রানে হারতে হয়েছে তাদের। ম্যাচসেরা হয়েছেন ফারহান, সিরিজসেরা মোহাম্মদ নেওয়াজ।
১৯০ রানের লক্ষ্য পাওয়া দলটি উদ্বোধনী জুটিতে তুলে ৪৪ রান। এ সময় ২৪ রান করে বিদায় নেন জুয়েল অ্যান্ড্রু, শাই হোপ করেন ৭। অ্যালিক আথানাজ ফিরে যাওয়ার আগে খেলে দিয়ে যান ৪০ বলে ৬০ রানের দারুণ এক ইনিংস। কিন্তু বাকিরা আর কাজটা সম্পূর্ণ করতে পারেননি। যদিও শেরফান রাদারফোর্ড ৩৫ বলে ৫১ রান তুলেছেন।
আরও পড়ুন: স্টেইনের মতে ডি ভিলিয়ার্স এখনও আইপিএলের অনেক খেলোয়াড়দের চেয়ে ভালো
নির্ধারিত ওভার শেষে ৬ উইকেটে ১৭৬ রান তুলতে সক্ষম হয় ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তানের হয়ে হাসান আলী, নেওয়াজ, হারিস রউফ, আয়ুব ও সুফিয়ান মুকিম একটি করে উইকেট নিয়েছেন।
এর আগে ৪ উইকেটে সিরিজ সর্বোচ্চ ১৮৯ রান করে পাকিস্তান। এরমধ্যে ১৪০ রানই দুই ওপেনারের। সাহিবজাদা ফারহান ৫৩ বলে ৭৪ ও সাইম আয়ুব ৪৯ বলে ৬৬ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে একটি করে উইকেট পান জেসন হোল্ডার, রোস্টন চেজ ও শামার জোসেফ।