বাংলাদেশে রিকশা চালালেন, ফুচকা খেলেন আহাদ রাজা মীর

৩ ঘন্টা আগে
নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে পাকিস্তানি অভিনেতা আহাদ রাজা মীরের একটি ভিডিও ও বেশ কয়েকটি ছবি। এসব ভিডিও এবং ছবিতে দেখা যাচ্ছে, বাংলাদেশ ভ্রমণ উপভোগ করতে রিকশা চালাচ্ছেন, ফুচকা খাচ্ছেন অভিনেতা, যা নজর কেড়েছে নেটিজেনদের।

রোববার (১৬ নভেম্বর) নিজের ফেসবুক পেজে বাংলোদেশ ভ্রমণের বেশকিছু মুহূর্তের ছবি ও ভিডিও শেয়ার করেছেন আহাদ, যা এখন অন্তর্জালে ভাইরাল। ভিন্ন মেজাজে অভিনেতাকে দেখে উচ্ছ্বসিত ভক্তরা।

 

জানা যায়, আকাশি জিন্স আর সাদা টিশার্টের ওপর রঙিন শার্ট পরে একটি পার্কে প্যাডেল চালিত রিকশা চালান পাকিস্তানি এ তারকা। মূলত, ঢাকাই সংস্কৃতি আর ঐতিহ্যকে অনুভব করতেই বাহনটি নিজ হাতে চালানোর অভিজ্ঞতা নেন তিনি।

 

এরপর হোটেলে ফিরে গিয়ে তাকে দেখা যায় বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার ফুচকা খেতে। এ সময় ছাই রংয়ের ফতুয়া, প্যান্ট পরেছিলেন আহাদ।

 

আহাদ রাজা মীরের আগে বাংলাদেশ ভ্রমণ করে যান পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। তিনিও বাংলাদেশ ভ্রমণের সময় ঢাকা শহর ঘুরে দেখেন রিকশায়। স্বাদ নেন ঐতিহ্যবাহী খাবার ফুচকা, ঝালমুড়ির।

 

বাংলাদেশে একটি স্টল উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় অবস্থান করছেন দক্ষিণ এশিয়ার জনপ্রিয় এই অভিনেতা। বাংলাদেশি ভক্ত-অনুরাগীদের সাথেও কথা বলতে দেখা গেছে এ তারকাকে। 

 

পাকিস্তানি টিভি নাটকের সুবাদে বাংলাদেশের দর্শকদের কাছে আহাদ রাজা মীর বেশ পরিচিত। বিশেষ করে তার অভিনীত ব্লকবাস্টার সিরিয়াল এহাদ-এ-ওয়াফা-এর জন্য তিনি এ দেশে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছেন।

 

আরও পড়ুন: পিপলস চয়েজ ভোটে ১ মিলিয়ন ভোট ছাড়িয়ে মিথিলা

 

বর্তমানে ‘মীম সে মহব্বত’ নাটকে ‘তালহা আহমেদ’ চরিত্রে অভিনয়ের জন্য পাকিস্তানের পাশাপাশি ভারত ও বাংলাদেশে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন আহাদ।

 

আরও পড়ুন: ঢাকায় পাকিস্তানি অভিনেতা আহাদ রাজা মীর

 

পর্দায় স্বাভাবিক অভিনয় এবং আবেগী অনুভূতি দিয়ে খুব অল্প সময়ের মধ্যে ভক্তদের হৃদয় জয় করেছেন আহাদ রাজা মীর। তার মনোমুগ্ধকর ব্যক্তিত্বও দর্শকপ্রিয়তার বড় একটি কারণ।

 

]]>
সম্পূর্ণ পড়ুন