বাংলাদেশে আরও ১৮ জনকে ঠেলে দিল বিএসএফ

২ সপ্তাহ আগে
মেহেরপুরের গাংনীতে আরও ১৮ জনকে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার কাজিপুর সীমান্ত পিলার ১৪৫ এলাকা থেকে বিজিবি ক্যাম্পের সদস্যরা তাদের আটক করেন।

আটকরা হলেন: ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি থানার উজিরমনি ইদ্রিস আলী ছেলে ইকরামুল ইসলাম (৫৫), একই উপজেলার চচপাড়া গ্রামের আ. কাদের ছেলে হাসিরুল (২৮), বারিসা গ্রামের সুবহান আলী ছেলে শাহ আলম (১৮), কাচকালি ভানুর গ্রামের আ. হামিদ ছেলে জাকির আলী (২৫), ঘেরবাড়ি গ্রামের ইব্রাহিম ছেলে উছিরুল (২৮), রতনদিঘী গ্রামের মৃত ইসাহকের মেয়ে ফাতেমা (৪০), রাণীশংকৈল উপজেলার বলতচা গ্রামের আকবর আলী ছেলে সোহেল (৩২), কাশিপুর গ্রামের ছলিম উদ্দিন ছেলে আ. কাদের (৩০), নড়াইল জেলার কালিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের রাজ শেখ ছেলে মহাসিন শেখ (৩১),সদর থানার কাঠাদূর গ্রামের টুটুল মণ্ডল (৫৫)।


আরও রয়েছেন: কালিয়া উপজেলার সিদ্দিক শেখের ছেলে বরকত শেখ (২২), যশোর জেলার অভয়নগর উপজেলার হিদিয়া গ্রামের ইলিয়াস শেখের ছেলের তুহিন শেখ (২৬), একই গ্রামের ইলিয়াস মোল্লার মেয়ে ময়না (২২), খুলনা জেলার দিঘিলিয়া উপজেলার লাউহাটি গ্রামের একরাম হোসেনের মেয়ে লতা (২৪) ও নারায়ণগঞ্জের রূপগঞ্জের গাউছিয়া গ্রামের ছাত্তার হোসেনের মেয়ে তানিয়া খাতুন (২৮)।


আরও পড়ুন: মৌলভীবাজার সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ১১ জনকে পুশইন


বিজিবি কাজিপুর কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার হাবিবুর রহমান জানান, মঙ্গলবার দুপুরের পরে কাঁটাতারের বেড়া খুলে তাদের বাংলাদেশের ভিতরে ঢুকতে বাধ্য করে বিএসএফ। এরপর ১৮ জনকে আটক করতে সক্ষম হয় বিজিবি।


আটকরা জানান, তারা সবাই বাংলাদেশি। বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন কাজের সন্ধানে। ‌ তাদের আটক করে কাজিপুর সীমান্তে জড়ো করে বাংলাদেশের দিকে ঠেলে দেয় বিএসএফ। তাদের বাড়ি খুলনা, যশোর, নড়াইল ও ঠাকুরগাঁও জেলায়। পরে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি তাদের আটক করে। এর মধ্যে কাজিপুর ক্যাম্পে ৯ জন, শেওড়াতলা ক্যাম্পে তিনজন এবং মথুরাপুর ক্যাম্পে ছয়জনকে হেফাজতে নেয়া হয়।


গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানি ইসরাইল জানান, বিজিবি তাদের হস্তান্তর করলে পরিচয় যাচাই করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

]]>
সম্পূর্ণ পড়ুন