স্থানীয় সময় সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে কুয়ালা তেরেঙ্গানু-কামপুং রাজা সড়কের কামপুং বারি কেচিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ছাত্রের নাম মোহাম্মদ নাইম জিকরি মারওয়াদি (২৩)। তিনি কেলান্তানের জেলি এলাকার বাসিন্দা ছিলেন এবং দুর্ঘটনার সময় ইউএমটি ক্যাম্পাস থেকে কোটা বাহরুর দিকে যাচ্ছিলেন।
জানা যায়, ভুক্তভোগীর মোটরসাইকেলটি বাংলাদেশের এক নাগরিকের গাড়িকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। মাথায় গুরুতর আঘাত এবং শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখমের কারণে তিনি ঘটনাস্থলেই মারা যান।
পুলিশ সূত্রে জানা গেছে, মোহাম্মদ নাইমের চালানো মোটরসাইকেলটি দ্রুত গতিতে যাচ্ছিল। সেতিউর কাম্পুং বারি কেচিল-এর কাছে একটি মোড়ে হঠাৎ করে ডান দিকে মোড় নেয়া একটি গাড়িকে পাশ কাটাতে গিয়ে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে বাংলাদেশের নাগরিকের গাড়ির সঙ্গে সজোরে ধাক্কা খায়। ওই গাড়ির চালক ৫২ বছর বয়সি একজন দর্জি বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
আরও পড়ুন: মালয়েশিয়ায় ৮ মাসে ১৫ বাংলাদেশিসহ ২৮৬ বিদেশি নারী আটক
সেতিউ জেলার পুলিশ প্রধান সুপারিনটেনডেন্ট মোহাম্মদ জাইন মাত ড্রিস জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে যে ওই বাংলাদেশি নাগরিকের কাছে বৈধ ড্রাইভিং লাইসেন্স ছিল। তবে মোটরসাইকেল চালক হঠাৎ করে মোড় নেয়ার কারণেই এই দুর্ঘটনা ঘটে।
পরে মোহাম্মদ নাইম জিকরিকে দ্রুত হাসপাতালে নেয়ার চেষ্টা করা হলেও, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার মরদেহ ময়নাতদন্তের জন্য সেতিউ হাসপাতালের ফরেনসিক ইউনিটে পাঠানো হয়েছে।
পুলিশ এই ঘটনাকে গুরুত্বের সঙ্গে দেখছে এবং বর্তমানে ১৯৮৭ সালের সড়ক পরিবহন আইনের ৪১ (১) ধারা অনুযায়ী তদন্ত চালাচ্ছে। এই দুর্ঘটনার ফলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
]]>