থার্স্টনে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি জুনিয়র টাইগ্রেসদের। দলীয় ২০ রানের আগেই টপ অর্ডারের ৪ ব্যাটারকে সাজঘরে ফিরিয়েছেন লঙ্কান বোলাররা। এরপর অধিনায়ক সুমাইয়া কিছুটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন। আউট হওয়ার আগে তার ব্যাট থেকে এসেছে ৩৪ বলে ২৯ রান।
আরও পড়ুন: টেস্ট অভিষেকেই ইসমত আলমের বিরল অভিজ্ঞতা
নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশের মেয়েরা। শেষ দিকে ৩৫ বলে ৩৪ রানের দারুণ একটি ইনিংস খেলেন জান্নাতুল মাওয়া। তার এই রানের ওপর ভর করেই একশ রান পার করে বাংলাদেশ।
শেষ পর্যন্ত ১৯.৩ ওভারে সবগুলো উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১০৯ রান জমা করে বাংলাদেশের মেয়েরা। শ্রীলঙ্কার হয়ে দুটি করে উইকেট নিয়েছেন রাশ্মিকা সেওয়ান্দি, প্রমোদি মেথসারাও ও লিম্মে থিলকারাত্নে।
আরও পড়ুন: পাকিস্তান শিবিরে দুশ্চিন্তা, চ্যাম্পিয়ন্স ট্রফিতে অনিশ্চিত সাইম
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কার মেয়েরা। তবে তাদের জয়ের বন্দরে পৌঁছাতে খুব বেশি বেগ পেতে হয়নি। ৩০ বলে ২৯ রান করে অপরাজিত থাকেন ভিমুস্কা বালাসুরিয়া। ১৮.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিক শ্রীলঙ্কা।
]]>