অরল্যান্ডো ব্লুম ২০০৯ সাল থেকে ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন এবং শিশুদের অধিকার, বিশেষ করে সংঘাত ও সংকটে ক্ষতিগ্রস্তদের পক্ষে কাজ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। তিনি ২০০৭ সালে ইউনিসেফের সাথে যুক্ত হন এবং চ্যালেঞ্জিং পরিস্থিতিতে শিশুদের জন্য শিক্ষার সুযোগ, সহিংসতা থেকে সুরক্ষা এবং মানসিক স্বাস্থ্য সহায়তার মতো বিষয়গুলি তুলে ধরার জন্য তাকে তার বর্তমান ভূমিকায় নিযুক্ত করা হয়। আজ তিনি আমার দায়িত্বে থাকা ক্যাম্প ০৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন।
আরও পড়ুন: চকরিয়ায় নিহতরা একই পরিবারের, যাচ্ছিলেন কক্সবাজার ভ্রমণে
এ ব্যাপারে ক্যাম্প ইনচার্জ মুহাম্মদ আরাফাতুল আলম বলেন, হলিউডের বিখ্যাত অভিনেতা অরল্যান্ডো ব্লুম রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। তিনি মূলত ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে ক্যাম্পে আসেন। বুধবার বেলা ১২টার দিকে হলিউড অভিনেতা অরল্যান্ডো ব্লুম ৯ নম্বর ক্যাম্পে আসলে তাকে শুভেচ্ছা জানানো হয়। তিনি ক্যাম্পে শিশুদের শিক্ষা কার্যক্রমগুলো পরিদর্শন এবং রোহিঙ্গা শিশুদের সঙ্গে কথাবার্তা বলেন। এরপর তিনি পুষ্টি কেন্দ্রগুলো পরিদর্শন এবং নানা কার্যক্রম সম্পর্কে অবগত হন। এসময় তিনি (অরল্যান্ডো ব্লুম) রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবা ও শিক্ষা কার্যক্রমগুলো দেখে বাংলাদেশের প্রশংসা করেন।
আরও পড়ুন: কক্সবাজারে জামায়াত-বিএনপি মুখোমুখি: নতুন বনাম অভিজ্ঞ প্রার্থী
হলিউড অভিনেতা অরল্যান্ডো ব্লুম রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে মুক্তি কক্সবাজার এবং ইউনিসেফ’র ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
]]>
৩ সপ্তাহ আগে
৩






Bengali (BD) ·
English (US) ·