বাংলাদেশকে পূর্ণ সম্মান আসালাঙ্কার, মিরাজকেও ভাসালেন প্রশংসায়

৩ দিন আগে
টেস্টের পর এবার ওয়ানডে সিরিজে মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা ও বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে বুধবার (২ জুলাই) মাঠে নামবে দুই দল। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ৩টায়। তবে মাঠে নামার আগে বাংলাদেশের প্রতি পূর্ণ সম্মান রেখেই কথা বলেছেন লঙ্কান অধিনায়ক আসালাঙ্কা। সেইসঙ্গে প্রশংসা করেছেন মেহেদী হাসান মিরাজের।

বাংলাদেশ ক্রিকেট দলের সাম্প্রতিক সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। লঙ্কানদের বিপক্ষে প্রথম টেস্ট ড্র এবং পরের ম্যাচেই ইনিংস ব্যবধানে হার। সব মিলিয়ে টাইগারদের ঘুরে দাঁড়ানোর কোনো বিকল্প নেই। 

 

আরও পড়ুন: ১২৬ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দিলো সারে

 

চ্যাম্পিয়ন্স ট্রফিতে একেবারেই বাজে পারফরম্যান্স করেছে বাংলাদেশ। পাকিস্তানের মাটিতে টি-টোয়েন্টি সিরিজে হয়েছে হোয়াইটওয়াশ। সম্প্রতি লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজ হার। এমন অবস্থার মধ্যেই বুধবার শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের মিশনে নামছে টাইগাররা। 

 

তবে শ্রীলঙ্কা এবং বাংলাদেশের মধ্যকার সর্বশেষ ওয়ানডে সিরিজে জয়ী দলের নাম বাংলাদেশ। বাংলাদেশে আয়োজিত ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জিতেছিল টাইগাররা। ফলে সবকিছু মাথায় রেখেই সতর্কভাবে আগাতে চান লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা। 

 

আরও পড়ুন: মোস্তাফিজ গ্রেট বোলার, তাকে নিয়ে আমাদের পরিষ্কার পরিকল্পনা আছে: আসালাঙ্কা

 

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আসালাঙ্কা বলেছেন, ‘(বাংলাদেশ ফর্মে না থাকায় সিরিজ সহজ হবে কিনা) না না। আমি এরকমটা মনে করি না। আগে যা বললাম, প্রতিটি দলই আমাদের জন্য চ্যালেঞ্জ। বাংলাদেশ অনেক কঠিন দল, তারাও অনেক ভালো ক্রিকেট খেলছে। সর্বশেষ সিরিজে বাংলাদেশে তারা আমাদের বিপক্ষে জিতেছে। ফলে এবার হোম সিরিজে অনেক বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে আমাদের জন্য।’ 

 

এছাড়া বাংলাদেশের নতুন ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের ব্যাপারে আসালাঙ্কা বলেছেন, ‘আসলে আমি এটার উত্তর দিতে পারছি না (মিরাজ কেমন অধিনায়ক)। প্লেয়ার হিসেবে বলতে পারি, তিনি দারুণ একজন অলরাউন্ডার। ভালো বোলার, ভালো ব্যাটার। এর বাইরে তার অধিনায়কত্ব নিয়ে আমি কিছু জানি না।’

]]>
সম্পূর্ণ পড়ুন