শনিবার (৩০ আগস্ট) রাতে মশাল মিছিল শেষে রাজু ভাস্কর্যের সামনে সংবাদ সম্মেলন করেন তারা।
বক্তারা বলেন, জুলাইকে কখনো ব্যর্থ হতে দেব না। আবার অভ্যুত্থান করার জন্য বাধ্য করবেন না। সন্ত্রাসরা যে স্বপ্ন দেখছে, তা বাস্তবায়ন হতে দেয়া যাবে না।
আরও পড়ুন: নুরের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে হেফাজতে ইসলামের বিবৃতি
সব রাজনৈতিক দল এবং সংগঠনকে সজাগ হওয়ার আহ্বান জানিয়ে তারা বলেন, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা এখন সময়ের দাবি। জাতীয় পার্টি এবং চৌদ্দ দল আজীবনের জন্য নিষিদ্ধ হবে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জাপাকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে। অন্যথায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও জীবন দিতে প্রস্তুত আছে।
সমাপনী বক্তব্যে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন,
বাংলাদেশকে নিয়ে নতুন করে ষড়যন্ত্রের খেলা শুরু হয়েছে। যারা হামলা করেছে তারা এমন লোক ছিলেন, যাদের জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে আক্রোশ ছিল। সাবেক ভিপি নুরকে হত্যার উদ্দেশে হামলা করা হয়েছিল।
আরও পড়ুন: নুরের ওপর হামলা নিয়ে ফেসবুক পোস্টে যা বললেন ইশরাক
তিনি বলেন, ‘ইন্টেরিম সরকারের উপদেষ্টাদের সক্ষমতা হয়নি বিচার করার। কেন পারছেন না সেটা জনসম্মুখে বলেন। আমরা জীবন দেব, জুলাই দেব না। অভ্যুত্থানকে বেহাত হতে দেব না।’
]]>