বাংলাদেশ-হংকং ম্যাচের সার্ভার ক্র্যাশ হলে ১০ লাখ টাকা জরিমানা

১ সপ্তাহে আগে
এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ৯ অক্টোবর হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এ ম্যাচ সামনে রেখে বুধবার (২৪ সেপ্টেম্বর) আলোচনায় বসেছিল বাফুফের কম্পিটিশন্স কমিটি। সেখানে নানা বিষয়ে সিদ্ধান্ত হওয়ার কথা জানিয়েছেন কমিটির সদস্য তাজওয়ার আউয়াল। তিনি জানিয়েছেন, কোনো কারণে সিস্টেম ক্র্যাশ করলে বা সাইবার আক্রমণ হলে বাফুফেকে ১০ লাখ টাকা জরিমানা দিতে হবে।

জাতীয় স্টেডিয়ামে গত ১০ জুন এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। সেবার অনলাইনে টিকিট কিনতে গিয়ে বিড়ম্বনায় পড়েছিলেন সমর্থকরা। সার্ভার ক্র্যাশ হওয়ার নানা ঝুঁকি ছিল। বাফুফেকেও পড়তে হয়েছিল বিভিন্ন প্রশ্নের মুখে। এবার তাই টিকিট বিক্রি ইস্যু নিয়ে সতর্ক দেশের ফুটবলের সর্বোচ্চ এই নিয়ন্ত্রক সংস্থা।

 

আরও পড়ুন: কিংস কাপে দাপুটে জয়ে পরের রাউন্ডে আল নাসর

 

বাফুফের কম্পিটিশন্স কমিটির সদস্য তাজওয়ার আউয়াল বলেন, ‘৯ অক্টোবরের বাংলাদেশ-হংকংয়ের মধ্যকার এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচ নিয়ে কাজ শুরু করেছি। এবার টিকেটিং পার্টনার হিসেবে থাকছে কুইকেট। আশা করছি, ২৮ সেপ্টেম্বর থেকে অনলাইনে টিকেট পাওয়া যাবে। গ্যালারিতে বসে ম্যাচটি উপভোগ করতে একজন দর্শকের সর্বনিম্ন খরচ পড়বে ৪০০ টাকা।’ 

 

গত ১০ জুনের ম্যাচের টিকিট বিক্রির দায়িত্ব পেয়েছিল টিকিফাই। কিন্তু টিকিট বিক্রি শুরুর পর হঠাৎ করেই সার্ভার ডাউন হয়ে যায়। ফলে প্রায় দুই দিন টিকেট বিক্রি বন্ধ ছিল। যে কারণে অনেক সমর্থকরা টিকিট কিনতে পারেননি। এবার তাই চুক্তিতে জরিমানার শর্ত যোগ করা হয়েছে বলে জানিয়েছেন তাজওয়ার। 

 

আরও পড়ুন: দীর্ঘ সময়ের জন্য ছিটকে গেলেন গাভি

 

‘কোনো কারণে সিস্টেম ক্র্যাশ করলে বা সাইবার আক্রমণ হলে বাফুফেকে ১০ লাখ টাকা জরিমানা দিতে হবে প্রতিষ্ঠানটিকে। আমরা টিকিটিং পার্টনারকে এমন একটি পেনাল্টি ক্লজ দিয়ে দিয়েছি।’ 

 

এশিয়ান কাপ বাছাইয়ে এখন পর্যন্ত দুই ম্যাচ খেলে ১ পয়েন্ট নিয়ে টেবিলের ৩ নম্বরে আছে বাংলাদেশ। হংকং ম্যাচ সামনে রেখে ২৯ সেপ্টেম্বর থেকে প্রস্তুতি ক্যাম্প শুরু করবে বাংলাদেশ। ৬ অক্টোবর ঢাকায় পা রাখার কথা রয়েছে হামজা চৌধুরীর। এর এক দিন পর ৭ অক্টোবর আসতে পারেন শমিত সোম।

]]>
সম্পূর্ণ পড়ুন