সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যেগে আগামী ৬ জুন সন্ধ্যা সাড়ে ৬টায় এ আয়োজন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
পরিবেশনার শুরুতেই কাওয়ালি সংগীত পরিবেশন করবেন সমীর কাওয়াল ও সহশিল্পীবৃন্দ। এরপর জনপ্রিয় কন্ঠশিল্পী আতিয়া আনিসা ও পারশা মাহজাবীন পূর্ণা একক পরিবেশনা উপস্থাপন করবেন।
আরও পড়ুন: সংস্কৃতি চর্চায় ‘নিস্তব্ধ নিসর্গে পরশমণি’
একক সংগীত ‘যদি আবার’, ‘তিল’ ও ‘আমায় প্রশ্ন করে’ গানগুলো পরিবেশন করবেন শিল্পী এঞ্জেল নূর। এরপর বিশিষ্ট শিল্পী মিঠুন চক্র জনপ্রিয় গান ‘স্বপ্ন যাবে বাড়ি’, ‘সাদা সাদা কালা কালা’ এবং ‘ওরে সাম্পান ওয়ালা’ পরিবেশন করবেন। সবশেষে ব্যান্ড সংগীত পরিবেশন করবে ব্যান্ড দল ‘আভাস’। সংগীত পরিবেশনার পাশাপাশি থাকবে মেহেদী কর্ণার।
আরও পড়ুন: শুরু হতে চলেছে ‘লালন উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা’
জানা গেছে অনুষ্ঠান আয়োজন সকলের জন্য উন্মুক্ত থাকবে।