শনিবার (২১ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগে বাংলাদেশের সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের ভূতত্ত্ববিদদের অংশগ্রহণে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
এদিন সকাল থেকেই বাংলাদেশের বিভিন্ন ভূতত্ত্ব সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পদচারণায় মুখরিত হয় ঢাবির ভূতত্ত্ব প্রাঙ্গণ। নির্বাচনে অংশগ্রহণকারী ভোটার ও প্রার্থীরা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, বাপেক্স, পেট্রোবাংলা, জিএসবি, পানি উন্নয়ন বোর্ড, পরমাণু শক্তি কমিশন, স্লামবার্জার এর মতো বিভিন্ন প্রতিষ্ঠানের।
নির্বাচনে বিভিন্ন পদে প্রায় ৬১ জন প্রার্থী অংশগ্রহণ করেন। এরমধ্যে ৩১ জন প্রতিনিধি সুযোগ পান কাঙ্খিত পদে থেকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ সমিতির কার্যক্রম এবং জাতীয় সংকট মোকাবিলা অগ্রপথিক হিসেবে কাজ করার।
আরও পড়ুন: সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেরগুল, সম্পাদক হেলাল
সহ-সভাপতি পদে নির্বাচিত ৫ প্রতিনিধিরা হলেন- ড. আনোয়ার হোসেন ভূঞা (ঢাকা বিশ্ববিদ্যালয়), ড. ইউনুস আহমেদ খান (রাজশাহী বিশ্ববিদ্যালয়), আসমা হক (জিএসবি), মেরাজুল আলম (বাপেক্স), জামাল উদ্দীন (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়)। তারা যথাক্রমে ৩৪৪, ২৯৪, ২৮৫, ২৩৩, ২১৭টি ভোট পান। আর সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ড. আনোয়ার জাহিদ (বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড)। তিনি পেযেছেন ৩১৯ ভোট।
যুগ্ম সম্পাদক তিনজন হলেন- ড. বদরুদ্দোজা মিয়া (ঢাবি), তারিকুল ইসলাম (বাপেক্স), আনোয়ার সাদাৎ মুহম্মদ সায়েম (জিএসবি)। তারা পেয়েছেন যথাক্রমে ৩৫১, ২৬০, ২৫৬ ভোট। সহকারী দফতর সম্পাদক হয়েছেন হারুন-অর-রশীদ (জিএসবি)। আর অর্থ সম্পাদক ও সহকারী অর্থ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন অনিমেষ তালুকদার (জিএসবি) ও মিলন বিশ্বাস (পাউবো)।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা বিএনপির সভাপতি তারিকুল, সাধারণ সম্পাদক আলমগীর
এছাড়া প্রকাশনা সম্পাদক সাইফুল ইসলাম (ঢাবি), প্রচার সম্পাদক তারিকুল ইসলাম ভুইয়া (বাপেক্স), পরিকল্পনা ও উন্নয়ন সম্পাদক হোসেন খসরু (জিএসবি), শিক্ষা বিষয়ক সম্পাদক ড. আবু সাদাত মো. সায়েম (জাবি), গবেষণা সম্পাদক মঈনুল হোসেন (বাপেক্স), সহকারী গবেষণা সম্পাদক ড. হোসাইন মোহাম্মদ আরিফীন (জিএসবি), তথ্য প্রযুক্তি বিষয়কি সম্পাদক নুরুজ্জামান সবুজ (জিএসবি), গণমাধ্যম বিষয়ক সম্পাদক হানিয়ুম মারিয়া খান (নসাউ), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবুল কাশেম মজুমদার (ডেভ. কনসালটেন্টস), আইন বিষয়ক সম্পাদক সরওয়ার হামিদ জেবু (বাপেক্স)।
আর পরিষদ সদস্য হিসেবে ৯ জন নির্বাচিত হয়েছেন। তারা হলেন- জেবুন নাহার (বাপেক্স), সামছুল ইসলাম (স্থানীয় সরকার বিভাগ), আবু জাফর মিয়া (ববি), নাজমুল ইসলাম সোপান (বাংলাদেশ পুলিশ), ড. গোলাম রসূল (বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন), ড. রতন কুমার মজুমদার (বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন), শহীদ হোসেন চৌধুরী (স্লামবার্জার), নুসরাত তাসনীম (জিএসবি), এবং নাজওয়ানুক হক (জিএসবি)।
]]>