ভারতের সাবেক ক্রিকেটার হরভজন সিং মনে করেন, ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ যদি ভারতে যেতে না চায়, সেটি তাদের নিজস্ব সিদ্ধান্ত। একই সঙ্গে তিনি আইসিসিকে বাংলাদেশের আবেদনের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন এবং বাংলাদেশে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ঘটনাগুলোকে ‘ভুল’ বলে মন্তব্য করেছেন।
হরভজন বলেন, ‘গত কয়েক দিনের বিভিন্ন ঘটনার কারণে বাংলাদেশ ভারতে আসতে চায় না। বাংলাদেশে যা ঘটেছে, তা ভুল। আইসিসির উচিত তাদের আবেদনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া। আমরা সবাইকে ভারতে স্বাগত জানাই, কিন্তু তারা (বাংলাদেশ) এখানে আসতে চায় কি না, সেটা তাদের পছন্দের বিষয়।’
হরভজনের এই মন্তব্য এসেছে এমন এক সময়ে সময়ে, বিসিবি যখন আইসিসিকে চিঠি দিয়ে অনুরোধ করেছে—২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বদলে শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচগুলো আয়োজন করার জন্য। একই টুর্নামেন্টে পাকিস্তানেরও সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলার সূচি রয়েছে।
আরও পড়ুন: বাংলাদেশিদের মধ্যে দ্বিতীয় সেরা নাসুম, প্রথম কে?
বিসিবির এই সিদ্ধান্তের পেছনে রয়েছে বিসিসিআই’র নির্দেশে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার ঘটনা। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতার অভিযোগকে কেন্দ্র করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়।
আইপিএল ২০২৬ মিনি নিলামে কেকেআর ৯.২ কোটি রুপিতে মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছিল। শুরুতে এটি একটি স্বাভাবিক দলবদল মনে হলেও, খুব দ্রুত বিষয়টি বিতর্কে রূপ নেয় এবং বাংলাদেশি পেসারকে দলে নেওয়ায় ফ্র্যাঞ্চাইজিটি ব্যাপক সমালোচনার মুখে পড়ে। পরিস্থিতি আরও জটিল হয়, যখন বিসিসিআইয়ের নির্দেশে মুস্তাফিজকে ছেড়ে দেওয়া হয় এবং সেদিনই বিসিবি একটি জরুরি বৈঠক ডাকে।
আরও পড়ুন: শাহিনের বদলে আরেক পাকিস্তানিকে দলে ভেড়াল ব্রিসবেন
এই জরুরি বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয় আইসিসিকে চিঠি দিয়ে জানানো হবে যে, বাংলাদেশ দল ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপে খেলতে ভারতে যাবে না। পাশাপাশি, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশে আইপিএলের সম্প্রচার নিষিদ্ধ করার ঘোষণাও দেয় বিসিবি।
২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ রয়েছে গ্রুপ ‘সি’-তে। তাদের সঙ্গে একই গ্রুপে রয়েছে ইংল্যান্ড, ইতালি, নেপাল ও ওয়েস্ট ইন্ডিজ। আগামী ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে টাইগারদের বিশ্বকাপ অভিযান শুরু হওয়ার কথা। তবে শেষ পর্যন্ত তারা কোথায় তাদের ম্যাচগুলো খেলবে, তা এখনও অনিশ্চিত।

১ সপ্তাহে আগে
৩








Bengali (BD) ·
English (US) ·