বাংলাদেশ-ভারত সিরিজ নিয়ে যা বললেন বিসিবি সভাপতি

২১ ঘন্টা আগে
আগামী আগস্টে বাংলাদেশে আসার কথা ছিলো ভারতের। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য গত এপ্রিলে সময়সূচিও ঘোষণা করেছিলো বিসিবি। তবে নির্ধারিত সময়ে এই সিরিজ আয়োজন নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।

বিসিবির বোর্ড মিটিং শেষে সোমবার (৩০ জুন) রাতে সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, এই সিরিজ নির্ধারিত সময়ে আয়োজন করতে ভারতের সঙ্গে আলোচনা করছে বিসিবি। তবে এই সময়ে না হলে পরবর্তী উইন্ডোতেই এই সিরিজ আয়োজন করা হবে। 

 

বুলবুল বলেন, ‘আগস্ট-সেপ্টেম্বর বলে না এই সিরিজ কীভাবে আয়োজন করা যায় সেটা নিয়ে আলোচনা করা হচ্ছে। কোনোভাবে এবার করতে না পারলে সম্ভাব্য উইন্ডোতে হবে।’ 

 

আরও পড়ুন: ক্রিকেটারদের মূল্যায়নের জন্য অ্যাওয়ার্ড অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত বিসিবির

 

এপ্রিলে প্রকাশিত সূচি অনুযায়ী ১৩ আগস্ট ঢাকায় আসার কথা ভারতীয় ক্রিকেট দলের। এরপর ১৭ তারিখ মিরপুর শের-ই-বাংলার মাঠে প্রথম ওয়ানডেতে নামবে দুই দল। সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে একই ভেন্যুতে ২০ আগস্ট। 

 

এরপর দুই দল শেষ ওয়ানডে খেলতে পাড়ি জমাবে বন্দরনগরী চট্টগ্রামে। ওয়ানডে শেষে প্রথম টি-টোয়েন্টিতে ২৬ আগস্ট মাঠে নামবে দুই দল, এই ম্যাচের ভেন্যুও চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম। 

 

আরও পড়ুন: সাইমন টাওফেলের সঙ্গে ৩ বছরের চুক্তি বিসিবির

 

এরপর সিরিজের দ্বিতীয় এবং শেষ টি-টোয়েন্টি হবে মিরপুর শের-ই বাংলার মাঠে। বাংলাদেশের মাটিতে এটাই হতে যাচ্ছে বাংলাদেশ-ভারত প্রথম দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ। দ্বিপাক্ষিক সিরিজ শেষে আগামী ১ সেপ্টেম্বর বাংলাদেশ ত্যাগ করবে ভারতীয় দল।

]]>
সম্পূর্ণ পড়ুন