বিসিবির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী মাসের ১৬ তারিখ বাংলাদেশে পা রাখবে পাকিস্তান দল। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সবগুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।
সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে ২০ জুলাই। একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ২২ জুলাই। তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি মাঠে গড়াবে ২৪ জুলাই। পরের দিন ২৫ জুলাই ঢাকা ত্যাগ করার কথা রয়েছে পাকিস্তান দলের।
আরও পড়ুন: লিটনের বিদায়ে বাংলাদেশ আরও বিপদে
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন আছে শ্রীলঙ্কায়। সিরিজের প্রথম টেস্ট স্বাগতিকদের সঙ্গে ড্র করেছে সফরকারীরা। কলম্বোতে বুধবার (২৫ জুন) দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে মাঠে নেমেছে দু’দল। প্রথম ম্যাচ ড্র হওয়ায় এই ম্যাচ এখন সিরিজ নির্ধারণী।
আরও পড়ুন: ইংল্যান্ড-ভারত হেডিংলি টেস্টে যত রেকর্ড
শ্রীলঙ্কা থেকে এসে বিশ্রামের জন্য খুব একটা সময় পাবেন না টাইগার ক্রিকেটাররা। অবশ্য টেস্ট দলের অনেকেই থাকবেন না টি-টোয়েন্টি দলে। তাই যারা টি-টোয়েন্টি দলে থাকবেন, তারা দেশে এসেই ব্যস্ত হয়ে পড়বেন অনুশীলনে।
বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের সূচি:
প্রথম টি-টোয়েন্টি - ২০ জুলাই - সন্ধ্যা ৬ টা
দ্বিতীয় টি-টোয়েন্টি - ২২ জুলাই - সন্ধ্যা ৬ টা
তৃতীয় টি-টোয়েন্টি - ২৪ জুলাই - সন্ধ্যা ৬ টা
]]>