বাংলাদেশ-নেপাল শিরোপা নির্ধারণী ম্যাচে এক মিনিটের নীরবতা

৩ সপ্তাহ আগে
উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরসহ প্রাণ হারিয়েছেন ১৯জন। যাদের বেশিরভাগই সেই প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থী। এছাড়াও এই দুর্ঘটনায় আহত হয়েছেন ১৬৪ জন। এই ট্র্যাজিক ঘটনায় শোকাহত সারা দেশ। ক্রীড়াঙ্গনেও বইছে শোকের আবহ।

মাইলস্টোন ট্র্যাজেডিতে শোক প্রকাশ করেছেন ক্রীড়াঙ্গনের অনেক তারকাই। বিসিবি, বাফুফে, কাবাডি ফেডারেশনসহ বিভিন্ন ক্রীড়া সংগঠনও আনুষ্ঠানিক বিবৃতিতে শোক প্রকাশ করেছে। কিংস অ্যারেনায় সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে শিরোপার লড়াইয়ে মাঠে নেমেছে বাংলাদেশ-নেপাল। অলিখিত এই ফাইনালেও পড়েছে শোকের ছায়া।


আজ (সোমবার) কিংস অ্যারেনায় ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করেছে দুদলের ফুটবলার ও বাফুফে কর্তারা। নিহতদের স্মরণে নীরবতা পালন করলেও বাংলাদেশ দলকে অবশ্য কালো ব্যাজ ধারণ করতে দেখা যায়নি।


আরও পড়ুন: সাফের অঘোষিত ফাইনালে মুখোমুখি বাংলাদেশ-নেপাল


এবারের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে কোনো আনুষ্ঠানিক ফাইনাল নেই। ডাবল লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত টুর্নামেন্টে গ্রুপ পর্বে বাংলাদেশ-নেপাল ম্যাচটিই অলিখিত ফাইনাল। টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হতে আজ বাংলাদেশের ড্র করলেই চলবে। তবে বাংলাদেশের মেয়েরা হেরে গেলে চ্যাম্পিয়ন হবে নেপাল।
 


শিরোপা নির্ধারণী ম্যাচে পূর্ণশক্তির দলই নামিয়েছেন বাংলাদেশের কোচ পিটার বাটলার। জাতীয় দলের অধিনায়ক আফঈদা খন্দকার, স্বপ্না রানীরা খেলছেন একাদশে। নিষেধাজ্ঞা কাটিয়ে একাদশে ফিরেছেন সাগরিকাও।

]]>
সম্পূর্ণ পড়ুন