বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা

১৯ ঘন্টা আগে
আগামী সেপ্টেম্বরে শুরু হচ্ছে এশিয়া কাপ। তার আগে নিজেদের প্রস্তুতি সারতে নেদারল্যান্ডসকে আমন্ত্রণ জানায় বিসিবি। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে আগামী ২৬ আগস্ট বাংলাদেশে পা রাখবে নেদারল্যান্ডস। সোমবার (৪ আগস্ট) সিরিজের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে ৩০ আগস্ট। দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ১ সেপ্টেম্বর এবং তৃতীয় ও শেষ ম্যাচ হবে ৩ সেপ্টেম্বর। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেটে। আর সিরিজ শুরুর আগে তিন দিন সেখানেই অনুশীলন করবেন ডাচ ক্রিকেটাররা। 

 

এর আগে নেদারল্যান্ডসের আসার কথা ছিল এ মাসের মাঝামাঝিতে। আর সিরিজ শুরুর কথা ছিল ১৯ আগস্ট থেকে। আর সেই সূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। 

 

আরও পড়ুন: এশিয়া কাপের প্রাথমিক দলে সোহান-অঙ্কন

 

এই সিরিজ সামনে রেখে আগামী বুধবার (৬ আগস্ট) থেকে ঢাকায় শুরু হবে ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা। আর ১১ আগস্ট থেকে বাংলাদেশে আসতে থাকবেন কোচ ও সাপোর্ট স্টাফের সদস্যরা। 

 

এদিকে এশিয়া কাপ শুরু হবে আগামী ৯ সেপ্টেম্বর থেকে। আর বাংলাদেশ মিশন শুরু করবে ১১ সেপ্টেম্বর, হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে। পরের ম্যাচ ১৩ সেপ্টেম্বর, শ্রীলঙ্কার বিপক্ষে। আর গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে ১৬ সেপ্টেম্বর, আফগানিস্তানের বিপক্ষে। 

 

আরও পড়ুন: 'এ' দলে জায়গা পেলেন জিশান, সোহানের নেতৃত্বেই অস্ট্রেলিয়া যাচ্ছে টাইগাররা

 

গ্রুপ পর্বে বাংলাদেশের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে আবুধাবিতে। সংযুক্ত আরব আমিরাতের সব মাঠেই মোটামুটি ভাল রান হয়। তবে আবুধাবির উইকেটে ব্যাটাররা একটু বেশিই সুবিধা পেয়ে থাকেন। সেই কন্ডিশনের সঙ্গে মিল রেখে সিলেটের উইকেটে সিরিজ খেলবে বাংলাদেশ।

]]>
সম্পূর্ণ পড়ুন