শুক্রবার (১৯ সেপ্টেম্বর) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে হানিয়া আমির নিজের একটি ছবি আপলোড করেন। ক্যাপশনে বাংলায় লেখেন,
আসসালামু আলাইকুম, বাংলাদেশ কেমন আছো?
এরপর পাকিস্তান ও বাংলাদেশের পতাকা দিয়ে ভালোবাসার লাভ ইমোজি জুড়ে দেন অভিনেত্রী।
এর আগে ইনস্টাগ্রাম আইডিতেও বাংলাদেশে আসার পর কিছু ছবি প্রকাশ করেছেন হানিয়া। ক্যাপশনে লিখেছেন,
আমি তোমাকে ভালোবাসি।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে সানসিল্কের আমন্ত্রণে ঢাকায় এসেছেন হানিয়া। এরপরই বাংলাদেশে অবস্থান করার খবর অভিনেত্রী নিজেই জানান সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন: বলিউডে অভিষেক হচ্ছে হানিয়া আমিরের
প্রসঙ্গত, এক দশক ধরে পাকিস্তানের শোবিজ জগতে কাজ করছেন হানিয়া আমির। তার জনপ্রিয় কাজের মধ্যে রয়েছে পাকিস্তানি সিরিয়াল ‘মেরে হামসাফার’, ‘ফেইরি টেল’, ‘দিলরুবা’, ‘আনা’, ‘কাভি মে কাভি তুম’ ইত্যাদি।
আরও পড়ুন: হানিয়া আমির প্রসঙ্গে বোমা ফাটানো তথ্য দিলেন চিকিৎসক
]]>