বাংলাদেশ দলে জায়গা হয়নি, মুখ খুললেন ফাহমিদুল

১ সপ্তাহে আগে
বাংলাদেশ দলে ফাহমিদুল ইসলামের জায়গা না হওয়ায় ক্ষোভে ফুঁসছে সমর্থকরা। তাদের মনে নানা প্রশ্ন। সন্দেহের তীর অদৃশ্য এক সিন্ডিকেটের দিকে। এসব কিছুর মাঝে এবার মুখ খুললেন ফাহমিদুল নিজে। পাশে দাঁড়ানো সমর্থকদের কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি ভবিষ্যতে লাল সবুজ জার্সি গায়ে জড়ানোর বার্তাও দিয়েছেন তিনি।

অনেক আশা নিয়ে ইতালি থেকে বাংলাদেশের দলের ক্যাম্পে যোগ দিয়েছিলেন ফাহমিদুল ইসলাম। সৌদি আরবের সে কন্ডিশনিং ক্যাম্পে দেখিয়েছিলেন প্রতিভার ঝলকও। প্রস্তুতি ম্যাচে হ্যাটট্রিকও করেছিলেন ইতালির ফোর্থ টায়ারের দল ওলবিয়াতে খেলা এ মিডফিল্ডার। কিন্তু তারপরও তাকে রাখা হয়নি ভারত ম্যাচের দলে। যা নিয়ে ক্ষোভে ফুঁসছে দেশের ফুটবল সমর্থকরা।

 

তাদের সন্দেহ, সিন্ডিকেটের কারণে বাদ পড়তে হয়েছে প্রতিভাবান এ তরুণকে। যা নিয়ে গত কয়েকদিন বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচিও করতে দেখা যায় দেশের ফুটবল সমর্থকদের। এমনকি সমর্থকদের একটি অংশ সরাসরি যোগাযোগ করেন বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গেও।

 

সমর্থকদের এমন পাগলামি দেখে এবার মুখ খুললেন ফাহমিদুল। পাশে দাঁড়ানো সমর্থকদের কৃতজ্ঞতা জানিয়ে বৃহস্পতিবার (২০ মার্চ) নিজের অফিশিয়াল ফেসবুক পেজে তিনি লেখেন, ‘বাংলাদেশের মানুষের কাছে আমি সত্যিকার অর্থে কৃতজ্ঞ, তাদের ভালোবাসা, সমর্থন ও উৎসাহের জন্য। আমার প্রতি আপনাদের অটুট বিশ্বাস আমার জন্য বিশাল পাওয়া। যারা আমার পাশে দাঁড়িয়েছিলেন সবার প্রতি আমার গভীর সমাদর।’

 

আরও পড়ুন: হামজাকে নিয়ে ভারতকে হারানোর আশায় দেশ ছাড়ল বাংলাদেশ দল

 

বাংলাদেশ দলের জার্সি গায়ে জড়ানোর আশা নিয়ে ক্যাম্পে এসেছিলেন ফাহমিদুল। হামজা চৌধুরীর পাশাপাশি আরেকজন ভালো মানের ফুটবল দেশের ফুটবলে যুক্ত হচ্ছে বলে স্বপ্ন দেখছিল সমর্থকরাও। কিন্তু শেষ পর্যন্ত সমর্থক ও ফাহমিদুলের সে স্বপ্ন পূরণ হয়নি। তাতে অবশ্য ভালো কোনো উদ্দেশ্যই দেখছেন তিনি।

 

১৮ বছরের এ তরুণ বলেন, ‘আমি বাংলাদেশ ফুটবল দলের হয়ে খেলার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। কিন্তু দুঃখজনকভাবে এবার কিছুই পরিকল্পনামাফিক হয়নি। যাইহোক, আমি বিশ্বাস করি, সবকিছুর পেছনেই একটা (ভালো) কারণ থাকে। এখনো আমার যাত্রার অনেকটা বাকি।’

 

এবার সুযোগ না মিললেও হাল ছাড়ছেন না ফাহমিদুল। সমর্থকদের ভালোবাসায় আপ্লুত তিনি। তাই অভিমান করে আর কখনো না আসার বার্তা দেয়ার বদলে উল্টো লাল সবুজের জার্সি গায়ে জড়ানোর স্বপ্নের কথা জানালেন। বার্তা দিলেন, দেশ ও দেশের মানুষের সমর্থনে নিজের সর্বোচ্চটা দিয়ে খেলার।

 

ফাহমিদুল বলেন, ‘ইনশা-আল্লাহ। যদি সর্বশক্তিমান চান, একদিন আমি লাল সবুজ জার্সি গায়ে জড়িয়ে মাঠে পা রাখব এবং দেশ ও দেশের অনুরাগী সমর্থকদের নিজের সবকিছু উজাড় করে দেব। ততক্ষণ পর্যন্ত, আমি কাজ করে যাব এবং এই স্বপ্নের জন্য ক্ষুধার্ত থাকব।’

 

আরও পড়ুন: ফাহমিদুলকে বাদ দেয়ায় নাখোশ সাবেক অধিনায়ক, সমর্থকদের লং মার্চের ডাক

 

]]>
সম্পূর্ণ পড়ুন