বাংলাদেশ ও পাকিস্তান দুটি ভ্রাতৃপ্রতিম দেশ: ফজলুর রহমান

১ সপ্তাহে আগে
পাকিস্তান জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা ফজলুর রহমান বলেছেন, পাকিস্তান সবসময় বাংলাদেশের কল্যাণ, উন্নতি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা কামনা করে। বাংলাদেশকে তারা ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে মনে করে এবং অতীতের সবকিছু তারা ভুলে গেছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হারমনি হলে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি মাওলানা ফজলুর রহমান এসব কথা বলেন।

 

মাওলানা ফজলুর রহমান বলেন, ইসলাম শান্তির ধর্ম, কিন্তু বিশ্বজুড়ে আমেরিকা অশান্তি ছড়াচ্ছে। মুসলমানরা শান্তিতে বিশ্বাসী হলেও আজ ফিলিস্তিনে মুসলমানদের রক্ত ঝরছে, চেচনিয়াতেও এর আগেও রক্ত ঝরেছে। মুসলমানদের পারস্পরিক অনৈক্যের কারণেই অন্যরা হামলার সুযোগ পাচ্ছে।

 

তিনি আরও বলেন, জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তান সবসময় দলমত নির্বিশেষে মুসলিম ও অমুসলিম সবার অধিকারের জন্য কাজ করে যাচ্ছে। অমুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করাকে তারা ফরজ মনে করে।

 

আরও পড়ুন: বাংলাদেশ এক পা এগোলে, পাকিস্তান দুই পা এগিয়ে আসবে: ফজলুর রহমান

 

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুকের সভাপতিত্বে ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দলের সিনিয়র সহ-সভাপতি ও সুধী সমাবেশের আহ্বায়ক মাওলানা আবদুর রব ইউসুফী।

 

এছাড়া বক্তব্য দেন জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের মহাসচিব মাওলানা আব্দুল গফুর হায়দারী, জমিয়তে উলামা নেপালের সহ-সভাপতি মাওলানা শফিকুর রহমান কাসেমী প্রমুখ।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ হোসেন, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমাদ, এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাস‌উদ, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মুস্তাফিজুর রহমান ইরান, জাগপার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, আমজনতার পার্টির সাধারণ সম্পাদক তারেক রহমান, খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা এনামুল হক মুসা, নেজামে ইসলাম পার্টির প্রচার সম্পাদক মাওলানা আব্দুল্লাহ মাস‌উদ খানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

]]>
সম্পূর্ণ পড়ুন